আন্তর্জাতিক ডেস্ক: মাহাথির মোহাম্মদ, সারা বিশ্বে এক নামে তিনি পরিচিত। একটি অ'নু'ন্ন'ত দেশকে এ'গিয়ে নেয়ার প'থিকৃ'ত তিনি। দেশটির দী'র্ঘ সময় ক্ষ'মতায় থাকার রেক'র্ডও গ'ড়েছেন। নানা খেলায় তিনি দ'ক্ষ'তার পরিচয়ও দিয়েছেন। এমনকি ২০১৮ সালে অবসর থেকে বের হয়ে ক্ষম'তাসীন দলকে প'রাজি'ত করেও চম'ক সৃষ্টি করেছিলেন। কিন্তু সেই তিনিই শনিবার আনুষ্ঠানিকভাবে হে'রে গেলেন। দুই বছর আগে ক্ষ'মতায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষ'মতা হস্তান্তর করার প্র'তিশ্রু'তি দিয়ে। কিন্তু ওই প্র'তিশ্রু'তি ভ'ঙ্গ করে ক্ষ'ম'তায় থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু দেখা গেল, আনোয়ার ইব্রাহিমকে বাদ দিতে গিয়ে নিজেই ক্ষ'মতাচ্যু'ত হয়ে গেছেন। আনোয়ার ইব্রাহিমও ক্ষ'মতায় আসতে পারেননি, কিন্তু মাহাথিরের স্ব'প্নও পূ'রণ হয়নি। মাঝ খান দিয়ে যে দু'র্নীতিবা'জদের বি'রুদ্ধে ল'ড়াই শুরু করেছিলেন মাহাথির-আনোয়ার, তারাই ক্ষ'মতায় ফিরে এলো।
মুহিউদ্দিন ইয়াসিন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ গ্রহণ করবেন। তিনি কিন্তু ঠি'কই ঝো'প বু'ঝে কো'প দিয়ে প্রধানমন্ত্রী পদটি বা'গিয়ে নিলেন। আনোয়ার ইব্রাহিম চে'ষ্টা করেছিলেন মাহাথিরকে প্রধানমন্ত্রী হিসেবে রে'খে দিয়ে তাদের আশার জো'টটি টি'কিয়ে রাখতে। মাহাথির মোহাম্মদও মনে করেছিলেন, তিনি কোনো না কোনো হিসাবে ক্ষ'মতায় টি'কে থাকতে পারবেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে অন্যের জন্য গ'র্ত খুঁ'ড়লে তাতে নিজেকেও পড়তে হতে পারে। যখন তিনি বুঝেছেন, তখন অনেক দে'রি হয়ে গেছে। আর বা'জি জীবন তাকে কি বিবেকের দং'শনেই যন্ত্র'ণাতেই কা'টতে হবে? সেটিই দেখার বিষয়। ২০১৮ সালে জোট গঠনের সময় বলেছিলেন, আগেরবার ক্ষ'মতায় থাকার সময় আনোয়ার ইব্রাহিমের ওপর তিনি অ'বিচার করেছিলেন। এর অব'সান তিনি করতে চান। কিন্তু তিনি সম্ভ'বত ভুলটি আবারো করলেন।
মুহিউদ্দিনের পুরো নাম - তানশ্রী মুহিউদ্দীন ইয়াসিন। তিনি মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তার বর্তমান বয়স ৭২ বছর। মালয়েশিয়ার রাজনীতিতে বেশ প্র'ভাব বি'স্তার করছেন এই রাজনীতিবিদ। প্রায় ৯ বছর মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের পা'গোহ থেকে মুখ্যমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন। জোহর রাজ্যে'র জন'প্রিয় ও প্রভা'বশালী ধর্মী'য় শিক্ষ'কের ছেলে তিনি।
যে কারণে ছোট বেলা থেকেই স্থানীয়ভাবে সবার দৃ'ষ্টিতে ছিলেন মুহিউদ্দিন। রাজনীতিতে জ'নপ্রিয় হয়ে উঠতে বাবার প্রভাবও সাহায্য করেছে এ ক্ষেত্রে।
মালয়েশিয়ায় বেশ পরিচিত মুখ মুহিউদ্দিন। দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান ও মাহাথিরের দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের ডেপুটি প্রেসিডেন্ট তিনি। ১৯৭৮ সালে পাগোহ থেকে প্রথম পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন মুহিউদ্দিন। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তবে দু'র্নীতি নিয়ে রা'জাকের সমা'লোচনা করার পর তাকে ব'হি'ষ্কা'র করেছিলেন তিনি।
মুহিউদ্দিন ইয়াসিন একজন অর্থনীতি বিশেষ'জ্ঞও। ইউনিভার্সিটি অব মালায়া থেকে ১৯৭০ সালে অর্থনীতিতে সম্পন্ন করেন মুহিউদ্দিন। এছাড়া মালায় ভাষা নিয়ে স্নাতক রয়েছে তার।