আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সশ'স্ত্র প্রহরার মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করেছেন সেখানকার মুসল্লিরা। গতকাল নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি মসজিদে হিন্দুদের তৈরি মানব ঢালের মধ্যে জুমার নামাজ আদায় করেন তারা।
গতকাল শুক্রবার দিল্লির রাস্তায় অ’স্ত্র হাতে আধাসামরিক পুলিশকে টহল দিতে দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাস্তাঘাটে কাঁ'চের ভা'ঙ্গা টুকরা, ভা'ঙ্গা পাথর এবং অন্যান্য ধ্বং’সাবশেষ পড়ে ছিল।
এদিকে মুস্তফাবাদ এলাকার প্রধান মসজিদের বাইরে ডজনখানেক হিন্দু স্বেছাসেবী দাঁড়িয়ে পা'হারা দিচ্ছিল। দিল্লির যেসব এলাকায় ভ'য়াব'হ সা'ম্প্রদা'য়িক সহিং'সতা হয়েছিল এটি তার অন্যতম।
এদিকে নামাজের পর দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য মুসল্লিদের তাগাদা দিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীদের। মসজিদের ইমাম মুসল্লিদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন পরীক্ষার সময়। এসময় আমাদের ধৈ'র্য্য ধরে থাকতে হবে।’
এই সহিং'সতা'র সময় হিন্দু দা'ঙ্গাকা'রীরা দিল্লির বেশ কয়েকটি মসজিদে আ'গুন লা'গিয়ে দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভি'ডিওতে অশোক নগরের একটি মসজিদের মিনারে হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা টা'ঙ্গিয়ে দিতে দেখা গেছে।
এখন নতুন করে যাতে সহিং'স'তা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মুসল্লিদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার তাগাদা দিলে সালিম মির্জা নামে একজন বলেন, ‘আমরা সহিং'সতা চাই না। আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের সন্তানদের জন্য কাজ করতে চাই এবং স্বাভাবিক একটি জীবন যাপন করতে চাই। আজকে আমরা সবাই শান্তির জন্য দোয়া করেছি।’