শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৫৬:৩৪

করোনা আ'ক্রা'ন্তকে গু'লি করে হ'ত্যা উত্তর কোরিয়ায়!

করোনা আ'ক্রা'ন্তকে গু'লি করে হ'ত্যা উত্তর কোরিয়ায়!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরা'সের মোকাবিলা যু'দ্ধকালীন প'রি'স্থি'তি করা হবে- এই বার্তা আগেই দিয়েছিল পিয়ংইয়ং। এবার দেশের প্রথম করোনাভাইরা'সে আ'ক্রা'ন্তকে গু'লি করে হ'ত্যা করল উত্তর কোরিয়া। IB Times-এর খবর অনুযায়ী, আ'ক্রা'ন্তকে হ'ত্যার নির্দেশ এসেছে দো'র্দণ্ড'প্রতাপ শাসক কিম জং উনের অফিস থেকেই।

চিন পেরিয়ে ক্রমশই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরা'স । বর্তমানে কমপক্ষে ৫৭টি দেশ আ'ক্রা'ন্ত এই মা'র'ণ-ভা'ইরা'সে। করোনা'র শি'কার হয়ে দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃ'ত্যু হয়েছে। পড়শির অবস্থা দেখেই ন'ড়েচ'ড়ে বসেছে পিয়ংইয়ং। শুক্রবারই রীতিমতো যু'দ্ধকা'লীন প'রিস্থি'তি সেনা-মহড়া হয়েছে কিমের দেশে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (KCNA) এই খবর জানানো হয়েছে।-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে