আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে যে স'হং'সতার সৃষ্টি হয়েছে তাতে এখনও পর্যন্ত ৪৩ জনের প্রা'ণ হা'রিয়েছে। আ’হ'ত হয়েছে তিন শতাধিকের বেশি।
এই স'হিংস'তার প্র'তিবা'দ জানাচ্ছেন অনেকে। ভারতীয় অভিনেতারা ক্রিকেটাররা। সবাই তাদের অবস্থান থেকে এই স'হিং'সতার প্র'তিবা'দ জানাচ্ছেন।
আজ এক টুইটে ইমরান খান লিখিছেন, দিল্লির মুসলমানদের হ’ত্যা’য'জ্ঞে, পুলিশ ও আরএসএস গ্যাংয়ের মাধ্যমে ২০ কোটি ভারতীয় মুসলমানকে উ'গ্রপ'ন্থী করার দিকে নিয়ে যাচ্ছে, যেমনটি ভারতীয় দ'খল'দার বা’হিনীর নি'পীড়ন ও প্রায় এক লক্ষ কাশ্মীরির মৃ’ত্যু’র মধ্য দিয়ে কাশ্মীরি যুবককে ক'ট্টরপ'ন্থী করা হয়েছে।
তিনি নয়াদিল্লির চিত্রগুলিও শেয়ার করেছেন যাতে তাদের নি’হ'ত বাবা-মা’র লা'শ নিয়ে শিশুরা শো'ক প্রকাশ করেছে, রাস্তায় পড়ে থাকা আহ'ত হয়েছে, এলাকা ছেড়ে পালিয়ে আসা মুসলিম পরিবারগুলি, বাড়িঘর ছিন'তাই করেছে, মসজিদ ও বাজারগুলি ছ'ড়িয়ে দিয়েছে।
ইমরান খান আরো বলেন, আমি আগেই বলে এসেছি যে আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষে'প না করলে কেবল এই অঞ্চলই নয়, শেষ পর্যন্ত বিশ্বের জন্যও বিপ'র্যয়'কর পরিণতি ঘটবে।