শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১:২৬:০৭

মুসলিমরা আল্লাহকে ভ'য় করে, মৃ’ত্যুকে নয়ঃ ইমরান খান

মুসলিমরা আল্লাহকে ভ'য় করে, মৃ’ত্যুকে নয়ঃ ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী সুসংগঠিত ও যু’দ্ধ-অভি'জ্ঞ। আমাদের জনগণ আল্লাহকে ভ'য় করে, মৃ’ত্যুকে নয়। যদি আপনারা ভুল ধারণা করে থাকেন যে, হিন্দুত্ববাদী ভোটারদের ওপর ভরসা করে পাকিস্তানের বিরু'দ্ধে যা খুশি তাই করবেন তাহলে সেটি হবে আপনাদের শেষ ভুল।’

গত বৃহস্পতিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রীত আজাদ কাশ্মীরে আয়োজিত এক সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। সূত্র: পার্সটুডে।

এ সময় তিনি আরও বলেন, ‘যারা এ ধরনের অ'হং'কার করেছে ইতিহাসের পাতায় তাদের প'রাজয় লেখা হয়েছে। এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ানের বাহিনীর রাশিয়া অভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন।’

এ সময় ভারতের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে সম্বোধন করে ইমরান খান আরো বলেন, ‘আপনাদের দুজনের জন্য আমার বার্তা হলো গত ৫ আগস্ট আপনারা ভুল করেছেন। আপনারা শুধু এটুকু মনে রাখুন যে, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ল'ড়াই করবে। কীভাবে যু’দ্ধ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখাবো।’

এর আগে মোদি বলেছিলেন, ‘পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বাহিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে