রবিবার, ০১ মার্চ, ২০২০, ১২:১০:২৮

লাঠি দিয়ে পি'টিয়ে যে যুবককে জাতীয় সঙ্গীত গাইয়েছিল পুলিশ, মৃ'ত্যু হল সেই যুবকের!

লাঠি দিয়ে পি'টিয়ে যে যুবককে জাতীয় সঙ্গীত গাইয়েছিল পুলিশ, মৃ'ত্যু হল সেই যুবকের!

আন্তর্জাতিক ডেস্ক : ভাই'রাল ভিডিওতে দেখা গিয়ছিল ক্ষ'তবিক্ষ'ত দেহগুলি মাটিতে পড়ে আছে। পুলিশ মৃ'তপ্রায় ব্যক্তিকে লাঠির খোঁ'চা মা'রছে আর জাতীয় সঙ্গীত গাইতে বা'ধ্য করছে। দেশজুড়ে নি'ন্দার ঝড় উঠেছিল ভিডিওটি সামনে আসতেই। বৃহস্পতিবার দিল্লির হিং'সার ঘটনায় ওই আহ'ত ব্যক্তিদের একজন মা'রা গিয়েছে।

নিহ'ত ওই যুবকের নাম ফইজান (২৩)। তিনি দিল্লির উত্তরপূর্ব দিল্লির করদমপুরি অঞ্চলের বাসিন্দা। দিল্লির গুরু তেজবাহাদুর হাসপাতালে ফাইজানের মৃ'ত্যু হয়। মৃ'তের পরিবারের দাবি পুলিশি হেফাজতে নিয়ে ফাইজানকে বে'ধ'রক মা'রা হয়েছিল। দিল্লিতে সং'ঘ'র্ষ চলাকালেই একটি ভিডিও ভাই'রাল হয়। সেখানে দেখা যায়, পাঁচ আহ'ত ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাচ্ছে।

বেশ কয়েকজন সশস্ত্র উ'র্দিধা'রীকেও দেখা যায় সেখানে। ব'লপ্রয়ো'গ করে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় তাদের। লাঠি উঁচিয়ে দু'জনকে বলতে শোনা যায়, 'আচ্ছি তারা গা।' ওই পাঁচজনেরই একজন ফাইজান। ফাইজানের মায়ের দাবি, তার ছেলে নাগরিকত্ব আইন বিরো'ধী আন্দোলনে অংশই নেয়নি। তার অভিযোগ রাত একটা পর্যন্ত অপেক্ষা করলেও পুলিশ তাকে ফাইজানের সঙ্গে দেখা করতে দেননি। 

পরদিন দুপুরে তাকে যখন ডাকা হয়, তখন ফাইজানের অবস্থা আ'শ'ঙ্কাজনক ছিল। গুরু তেজবাহাদুর হাসপাতালের চিকিত্‍সকদের কথায়, ''ফাইজানের মাথায় আ'ঘা'ত ছিল। অভ্য'ন্ত'রীণ ক্ষ'তও ছিল তার। র'ক্তচা'প অস্বাভাবিক কমে গিয়েছিল। এই কারণে ফাইজানের মৃত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে