আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাইয়ে একটি ওয়্যার হাউসে এদিন বিকালের দিকে বি'ধ্বং'সী আ'গুন লাগে। জ্বা'লানি মজুত থাকায় আ'গুন বিশাল বড় আকার ধারণ করে। সেই আ'গুন নেভাতে ২৬টি ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও ছটি ফোমের গাড়ি পৌঁছে আ'গুন নেভানোর চেষ্টায় লাগে।
সব মিলিয়ে মোট ৫০০ জন ফায়ার সার্ভিস কর্মী আ'গুন নেভাতে হাত লাগিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। চেন্নাইয়ের একটি রাসায়নিকের গোডাউন এটি। সেখানেই ওই আ'গুন লাগে। এছাড়াও বি'ষা'ক্ত গ্যাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ফায়ার সার্ভিসের অতিরিক্ত ডিটেক্টর শৈলেন বাবু। তবে হ'তাহ'তের খবর এখনও পাওয়া যায়নি। কতটা ক্ষ'য়ক্ষ'তি হয়েছে সেটাও এখনও স্পষ্ট নয়। সূত্র : এএনআই