রবিবার, ০১ মার্চ, ২০২০, ১২:৫১:৪০

দিল্লী সফর ভুলতেই পারছেন না মেলানিয়া ট্রাম্প

দিল্লী সফর ভুলতেই পারছেন না মেলানিয়া ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দিল্লী সফরে এসেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মাত্র ৩৬ ঘণ্টার সফর শেষে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তারা। তবে দিল্লী সফরকে একদম ভুলতে পারছেন না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আর সেই স্মৃতি চাঙ্গা রাখতেই যুক্তরাষ্ট্র যাওয়ার পরেও একের পর এক টুইট বার্তা দিয়ে যাচ্ছেন তিনি।

মেলানিয়া ট্রাম্পের করা একাধিক টুইটে ভারতীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে দেখা গেছে। এছাড়া দিল্লির স্কুল পরিদর্শনের সময় সঙ্গ দেয়া সরকারি শিক্ষক মানু গুলাতিকেও ধন্যবাদ দিতে ভুলেননি মার্কিন ফাস্ট লেডি। পাশাপাশি গান্ধী আশ্রম, তাজমহল ভ্রমণের বিষয়টিও টুইটে আনতে ভুলেননি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন ভারতের মার্কিন দূতাবাসের কর্মীদেরও।

প্রসঙ্গত, গত সোমবার ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৬ ঘণ্টার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য আহমেদাবাদ সফর করেন। এছাড়া স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আগ্রার তাজমহল পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে