রবিবার, ০১ মার্চ, ২০২০, ০১:৪৩:৫৯

প্লেনের ভেতর শান্তির কবুতর অশা'ন্তি ছ'ড়ালো! ভিডিও ভাই'রাল

প্লেনের ভেতর শান্তির কবুতর অশা'ন্তি ছ'ড়ালো! ভিডিও ভাই'রাল

আন্তর্জাতিক ডেস্ক: শান্তির কবুতর অশা'ন্তি ছ'ড়ালো প্লেনের মধ্যে। এ কারণে আধ ঘণ্টা দে'রিতে উ'ড়াল দেয় ভারতের আহমেদাবাদ-জয়পুর গো এয়ারের প্লেন। কবুতরটি ধ'রতে প্লেনের ভেতরের 'হইচ'ইয়ের ভিডিও এখন ভাই'রাল সোশ্যা'ল মিডিয়ায়।

শনিবার গো এয়ারের ওই প্লেন আহমেদাবাদ ছা'ড়ার কিছুক্ষণ আগে উদ'য় হয় কবুতরটি। প্লেনের ভেতরে এক প্রা'ন্ত থেকে অন্য প্রা'ন্ত, প্রা'ণ ভ'য়ে উ'ড়তে শুরু করে কবুতরটি। যাত্রীরা তাদের ধ'রার চে'ষ্টা করলে আরও আ'তঙ্কি'ত হয়ে পড়ে।প্লেনের ভেতরের হ'ইচ'ইয়ের ওই ভিডিও সোশ্যা'ল মিডি'য়ায় পো'স্ট করেছেন রাকেশ ভগত নামে এক যাত্রী। টুইটারে তিনি লিখেছেন, বাস্তবিকই বড় পাখির মধ্যে ছোট পাখি। আহমেদাবাদ-জয়পুর ফ্লাইট ৩০ মিনিট লে'টে উ'ড়াল দিল।

প্রশান্ত নামে অন্য এক যাত্রী লিখেছেন, ‘প্লেনের ভেতরে উ'ড়ে বে'ড়াচ্ছে একটি পায়রা’। যাত্রীরা উ'ঠে দাঁড়িয়ে পায়রাটিকে ধ'রতে যাওয়ায় প্র'ব'ল হ'ইচ'ই শু'রু হয়ে যায় প্লেনের মধ্যে। অনেক বলতে থাকেন প্লেনের পেছনের দরজা খু'লে দেওয়া হোক। ওখান থেকে বে'রিয়ে যাবে পায়রাটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে