মনোরোমা বিশ্বাস: হিন্দু বা সনাতন ধর্মের একটা ঐতিহ্য আছে। সেটা হলো এই ধর্মের মুনি ঋষিদের আত্মত্যাগ এবং প্রজ্ঞা । বশিষ্ঠমুনি , যাজ্ঞবল্ক্য , গার্গী , ব্যাসদেব, এঁদের জ্ঞানের বিষয় জানলে এমনিতেই মাথা নুয়ে আসে। হাজার হাজার বছর আগে তারা কীভাবে এমন জ্ঞান লাভ করলো তা ভাবলে অভিভূত হই । তারা তো স্কুল কলেজে যাননি, মাস্টার্স ডিগ্রি নেননি, পি এইচ ডি করেননি, তবুও কতো জ্ঞান ধারণ করতেন।
মোদী হিন্দু ধর্ম একেবারে পচায়ে দিলেন। এর জন্য তাকে মূল্য দিতে হবে। তার কাজের জন্যে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জেলে গিয়ে পচতে হবে । ক্ষমতায় গিয়ে সে সাপের পা দেখেছে মনে হয় । ট্রাম্প সাপোর্টার আর মোদী সাপোর্টার সমান আমার কাছে । আমি এদের থেকে দূরে থাকি। ফেসবুক থেকে/আমাদেরসময়.কম