রবিবার, ০১ মার্চ, ২০২০, ০৩:০২:৩৭

নথি ফাঁ'স, নিয়ন্ত্রণ করা না গেলে ৫ লাখ ব্রিটিশ মা'রা যেতে পারে!

নথি ফাঁ'স, নিয়ন্ত্রণ করা না গেলে ৫ লাখ ব্রিটিশ মা'রা যেতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ব্রিটেনে সরকারী নথি ফাঁ'স হয়ে গেছে। এই নথিতে বলা হয়েছে, এই ভাইরা'সটি ব্রিটেনের ৮০ শতাংশ পর্যন্ত মানুষের দে'হে সং'ক্র'মিত হতে পারলে দেশটির পাঁচ লাখ মানুষ মা'রা যেতে পারে। এদিকে, ব্রিটেনের স্বাস্থ্য ও সামাজিক বিষয় অধিদপ্তর জানিয়েছে যে, এমন প'রিস্থি'তি উ'দ্ভব হবে বলে আ'শ'ঙ্কা করছে না তারা। 

সংবাদমাধ্যম দ্য সানের হাতে আসা ফাঁ'স হওয়া নথিতে বলা হয়েছে, 'যুক্তিযুক্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি' উদ্ভব হলে দেশের (ব্রিটেনের) পাঁচ ভাগের চার ভাগ মানুষ এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হতে পারে। 

ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস টিমের নথিটি সত'র্ক করে দিয়ে বলা হয়েছে, বর্তমান পরিকল্পনার ধারনা মোতাবেক ব্রিটেনে এই ভাইরা'সের লক্ষণ দিলে তা ২-৩ শতাংশ মানুষের ক্ষেত্রে তা প্রা'ণঘা'তী হয়ে উঠবে। এর অর্থ হলো-প্রায় ৫ লাখ লোক ব্রিটেনে মা'রা যেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে