রবিবার, ০১ মার্চ, ২০২০, ০৩:০৮:১৭

ভারতকে বোঝার মতো জ্ঞান মোদির নেই, তিনি কেবল বোঝেন হি’ন্দুত্ববাদ: অমর্ত্য সেন

ভারতকে বোঝার মতো জ্ঞান মোদির নেই, তিনি কেবল বোঝেন হি’ন্দুত্ববাদ: অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গণতন্ত্রের বে’হাল দ’শা নিয়ে গভীর উ’দ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । তিনি বলেছেন, ভারতকে বোঝার মতো জ্ঞান নরেন্দ্র মোদির নেই, তিনি কেবল হি’ন্দু'ত্ববাদ বোঝেন।। একটি মার্কিন পত্রিকাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে তাঁর মূল্যায়ন,বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারই নেই মোদির।

এ সময় ভারতীয় সংবাদ মাধ্যম সম্পর্কে তিনি বললেন, সব কিছুই হা'রিয়ে যায়নি। এখনও সাহসী কয়েকটি সংবাদপত্র আছে, যারা ঝুঁ’কি নিয়ে কিছু ছা'পতে ভ’য় পায় না।

দুয়েকটি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনও আছে। প্রকাশ্য সভাও হচ্ছে কিছু। ভারতের কাঠামো যুক্তরাষ্ট্রীয়। বেশ কয়টি রাজ্যে বিজেপিই একমাত্র প্র’ভাবশালী শ’ক্তি নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে