আমেরিকায় ভয়াবহ তুষারঝড়, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক : বড়দিনের উৎসবের সময়ই বিশাল তুষারঝড়ের কবলে পড়লো আমেরিকার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অংশ। টেক্সাস, ওকলাহামা, আলাবামা, আরকানসাস, মিসিসিপি এবং টেনেসি প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে এই তুষারঝড়ের কারণে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই তুষারঝড়ের কারণে প্রায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোন হিসেব নেই। শুধুমাত্র মিসিসিপিতেই আহত হয়েছেন ৫৬ জন। একইসঙ্গে ওই প্রদেশেই ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
টেক্সাস ও ওকলাহামার প্রশাসন এই তুষারঝড়কে 'ঐতিহাসিক' আখ্যা দিয়েছেন। গত বছর এই সময়ে মিসিসিপিতে ট্যুইস্টারের কবলে পড়ে পাঁচ জন প্রাণ হারিয়েছিলেন। ২০১২ সালের বড়দিনের অণুষ্ঠানের সময় তুষারঝড়ে অনেক ক্ষতি হয়েছিল টেক্সাস ও আলাবামায়।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�