রবিবার, ০১ মার্চ, ২০২০, ০৪:৩৭:০৫

ভ'য়াব'হ ড্রোন হা'মলা চালিয়ে ক'ঠিন প্রতিশো'ধ নিলেন এরদোয়ান, নিহ'ত ২৬

ভ'য়াব'হ ড্রোন হা'মলা চালিয়ে ক'ঠিন প্রতিশো'ধ নিলেন এরদোয়ান, নিহ'ত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ভ'য়াব'হ ড্রোন হা'মলায় সিরিয়ার ২৬ জন সেনাকর্মীর প্রা'ণহা'নি হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব ও আলেপ্পোর মাঝামাঝি এলাকায় থাকা সেনাঘাঁ'টিতে। এই হা'মলায় আহ'ত হয়েছেন আরও অনেকে। খবর দ্য স্ট্রেইটস টাইমস এর।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার বিকেলে ইদলিব ও আলেপ্পোর মাঝে থাকা একটি সিরিয়ান সেনাঘাঁ'টিতে ড্রোন হা'মলা চালায় তুরস্ক। এর ফলে একাধিক বি'স্ফো'রণে কেঁ'পে ওঠে গোটা এলাকা। পরে ঘট'নাস্থ'ল থেকে ২৬ জন সেনাকর্মীর মৃ'তদেহ উ'দ্ধা'র করেন উ'দ্ধা'রকারী দলের সদস্যরা। আহ'ত অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সিরিয়ার সেনা বাহিনীর বিমান হা'মলার ফলে সেদেশে মোতায়েন তুরস্কের ৩৩ জন সেনা নিহ'ত হয়। বিষয়টিকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে টা'নাপো'ড়েন শুরু হয়। এরপর শনিবার চূড়ান্ত হু'মকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানে। বলেন, ''এই হা'মলার প্রতিশো'ধ নেবে তুরস্ক।'' আর তারপরই এই হা'মলার ঘটনা ঘটল। এর জেরে প্র'ব'ল উত্তে'জনার সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে