সোমবার, ০২ মার্চ, ২০২০, ১২:৫৯:০৮

মোদির ক্ষমতায় থাকার কোন অধিকার নেই: মমতা

মোদির ক্ষমতায় থাকার কোন অধিকার নেই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২৯ ফেব্রুয়ারি) হুগলী জেলার পান্ডুয়া-তে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভি'যোগ করে বলেছন, ‘হিন্দু-মুসলিম-খ্রিষ্টানরা দা'ঙ্গা করে না, দা'ঙ্গা করে বিজেপি।’

মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি হিন্দুদের দল নয়, ওরা হিন্দু ধর্মকে ব'দনাম করে, আমাদের দেবতাদের অ'পমান করে, অস'ম্মান করে আর দেবতাদের রাস্তায় নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা করি না।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা ঘরের মা-আম্মাকে যেমন সম্মান করে ঘরে রাখি তেমনি দেবতাদেরও তাদের আসনে বসিয়ে পূজা করি, সম্মান জানাই। আমরা দেবতাদের মূর্তি বাইরে ফেলে দিয়ে হিন্দু-মুসলমান করি না। মনে রাখতে হবে যে, হিন্দুরাও দা'ঙ্গা করে না, মুসলমানরাও দা'ঙ্গা করে না।তিনি বলেন, ‘খ্রিষ্টান, শিখ, আদিবাসীরাও দা'ঙ্গা করে না। দা'ঙ্গা করে নরেন্দ্র মোদির মতো কিছু বিজেপির নেতারা। এরা দা'ঙ্গা লা'গিয়ে রাজনৈতিক ফা'য়দা তো'লে। এটা ওদের চা'লাকি, ওদের প্ল্যা'ন।’

এ সময় বিজেপিকে দা'ঙ্গাবাজের দল বলে আ'খ্যায়িত করে মমতা বলেন, ‘যারা দা'ঙ্গা করে, যারা অ'ত্যা'চার করে, যারা স'ন্ত্রা'স করে.. যারা দেশকে ভালবাসে না.. তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে