হামলার আশঙ্কায় আতঙ্কিত ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক : লেবানন হামলা চালাতে পারে ইহুদিবাদী ইসরাইলে। এমন শঙ্কার মধ্যে এখন রয়েছে ইহুদিবাদী এ দেশটি। তাদের আশঙ্কা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
আর এ কারণে ইসরাইলের লেবানন সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর পদস্থ কমান্ডার সামির কান্তার শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় লেবাননের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরাইলিদের সাবধানে চলাফেরা করতে বলে দিয়েচে ইহুদিবাদী সেনাবাহিনী। সেইসঙ্গে লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনাদেরকে সার্বক্ষণিকভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরিধানেরও নির্দেশ দেয়া হয়েছে।
ইসরাইলের নিউজ ওয়েব পোর্টাল টাইমের বরাত দিয়ে কুয়েতি দৈনিক আল-কাব্বাস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত গত ২০ ডিসেম্বর সিরিয়ার রাজধানী বাগদাদের উপকণ্ঠে জারামানা এলাকায় এক বিমান হামলায় আট সঙ্গীসহ নিহত হন হিজবুল্লাহর পদস্থ কমান্ডার সামির কান্তার।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�