সোমবার, ০২ মার্চ, ২০২০, ০১:৪৩:০৮

দিল্লির হিং'সাকে গণহ'ত্যা আখ্যা দিয়ে গুজরাট দা'ঙ্গার প্রসঙ্গ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি

দিল্লির হিং'সাকে গণহ'ত্যা আখ্যা দিয়ে গুজরাট দা'ঙ্গার প্রসঙ্গ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির হিং'সাকে '‌গণহ'ত্যা' বলে দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি। রবিবার একটি সভায় বক্ত'ব্য রাখতে গিয়ে স'রাস'রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আ'ক্র'মণ করলেন তিনি। দেশের রাজধানীতে সা'ম্প্রদা'য়িক হা'নাহা'নিতে প্রা'ণ গিয়েছে বহু মানুষের। জ্বা'লিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি, মসজিদ, স্কুল, গাড়ি। 

লা'ফিয়ে লা'ফিয়ে বা'ড়ছে মৃ'ত্যুর সংখ্যা। এই হিং'সা আ'টকাতে সম্পূর্ণ ব্য'র্থ মোদি সরকার। দিল্লিতে হিং'সা শুরু হওয়ার তিন দিন পর শা'ন্তি বার্তা দিয়েছেন মোদি। তা নিয়েও জো'র বি'ত'র্ক হয়েছে। হায়দরাবাদের এক জনসভা ওয়াইসি বলেছেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করতে চাই, ওনার বাসভবনের কয়েক কিলোমিটারের মধ্যে ঘ'টে যাওয়া দিল্লি হিং'সা নিয়ে তিনি কেন একটাও কথা বললেন না? 

মিম নেতা বলেন, হিং'সায় ৪০ জনের বেশি মানুষ প্রা'ণ হা'রালেন। প্রধানমন্ত্রীর তো উচিত এই নিয়ে কথা বলা এবং বি'প'র্যস্ত এলাকায় গিয়ে একবার সেখানকার মানুষের সঙ্গে কথা বলা। তারা তো প্রত্যেকেই ভারতীয় যারা প্রা'ণ হারিয়েছেন। নরেন্দ্র মোদির দলের নেতাদের ম'ন্ত'ব্যের কারণেই এই হিং'সা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই যে এই হিং'সার ঘ'টনা ঘ'টল একমাত্র আপনার দলের নেতাদের ম'ন্তব্যের জন্য। এটা একপ্রকার গ'ণহ'ত্যা। আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী ২০০২ সালের গুজরাট থেকে শি'ক্ষা নিয়েছিলেন, কিন্তু ২০২০ সালেও দিল্লিতে আমাদের গ'ণহ'ত্যা দেখতে হল।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে