সোমবার, ০২ মার্চ, ২০২০, ০৪:১৫:২৩

এবার দিল্লীতে প্রাণঘা'তী করোনা ভাইরাসের ছো'বল, আ'ক্রা'ন্ত ২

এবার দিল্লীতে প্রাণঘা'তী করোনা ভাইরাসের ছো'বল, আ'ক্রা'ন্ত ২

আন্তর্জাতিক ডেস্ক : চীনে প্রা'ণঘা'তী করোনা ভাই'রাস ছড়িয়ে পড়ার পর উহানে আ'টকে থাকা ভারতীয়দের ফিরিয়ে এনেছিল ভারত। শুধু তাই নয়, ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকেও ভারতীয়দের উ'দ্ধা'র করে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। ইরানে আ'টকে থাকা ভারতীয়রাও দেশে ফেরার জন্য ম'রিয়া। কিন্তু এবার ভারতেই ছো'বল বসাল প্রা'ণঘা'তী করোনা।

এখনও পর্যন্ত দিল্লি থেকে একজন ও তেলেঙ্গানা থেকে একজনের করোনায় আ'ক্রা'ন্ত হওয়ার খবর মিলেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, দিল্লির ওই ব্যক্তি ইটালি থেকে ফিরেছিলেন কিছুদিন আগে। তেলাঙ্গানায় যিনি আ'ক্রা'ন্ত, তিনি ফিরেছিলেন দুবাই থেকে। তারপরই তাদের দেহে করোনার ই'ঙ্গি'ত মেলে। দু'জনকেই আইসোলেশনে রেখে চিকিত্‍সা শুরু হয়েছে। সর্বক্ষণ তাদের প'র্যবে'ক্ষণে রেখেছেন চিকিত্‍সকরা।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাই'রাস। শুধুমাত্র চীনেই এপর্যন্ত মৃ'ত্যু হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। করোনায় আ'ক্রা'ন্ত ৮০ হাজার মানুষ। অন‌্যদিকে দক্ষিণ কোরিয়াতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাই'রাস। সেখানেও ১১ জনেরও বেশি মানুষের মৃ'ত্যু হয়েছে। ভারতীয় উপমহাদেশও তালিকার বাইরে ছিল না। গত সপ্তাহে পাকিস্তানে দুই ব্যক্তির শরীরে করোনা ভাই'রাস পাওয়া যায়। আর এখন তো ভারতের দুই প্রান্তে দুই ব্যক্তির দেহে করোনার স'ন্ধা'ন মিলল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে