আন্তর্জাতিক ডেস্ক : বেশ কিছুদিন আগে দেশের গোয়ে'ন্দারা এক স'ত'র্কবার্তা দিয়ে বলেছিলেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানোর ছ'ক কষে'ছে পাকিস্তান। সেক্ষেত্রে সাব'ধানতা নিতে হবে। এবার দিল্লির হিং'সা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ''দিল্লির হিং'সায় প্ররোচনা দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল হায়দরাবাদের ছাত্ররা।''
ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার নির্দে'শ ছিল তাদের ওপর। গোয়ে'ন্দা সূত্রে খবর, দিল্লির হিং'সার মাত্রা আরও বাড়িয়ে দিতে হায়দরাবাদের ছাত্রদের দিয়ে ভু'য়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল। বিশেষ কয়েকটি হ্যা'শট্যা'গ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে দিতে বলা হয়েছিল হায়দরাবাদের ছাত্রদের। দিল্লির হিং'সায় হায়দরাবাদের ছাত্রদের ব্যবহার করা হয়েছিল বলে জানতে পেরেছে গোয়ে'ন্দারা।
ভুয়ো খবরে যাতে হিং'সার আ'গু'ন আরও জ্ব'লে তাই এই ষ'ড়য'ন্ত্র করা হয়েছিল। ভুয়ো খবর যাতে তা'ড়াতা'ড়ি ছড়িয়ে পড়ে তাই নির্দিষ্ট কতগুলি হ্যা'শট্যা'গ ব্যবহার করতে বলা হয়েছিল। ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় পাক যোগও পেয়েছে গোয়ে'ন্দারা। পাকিস্তানের কর্মকর্তাদের টুইটার হ্যান্ডেল ব্যবহার করেও ভুয়ো খবর ছড়ানো হয়েছে। গোয়ে'ন্দাদের এই তথ্য পাওয়ার পড়েই চোখ কপালে উঠেছে দিল্লি পুলিশের।