আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির হিং'সায় নিহ'ত গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মার পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষ'তিপূরণ ঘোষণা করলো দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। সোমবার দুপুরে একটি টুইট করে কেজরিওয়াল লেখেন, ''অঙ্কিত শর্মা একজন সাহ'সী গোয়ে'ন্দা অফিসার ছিলেন। দিল্লির দা'ঙ্গায় তার প্রাণ গিয়েছে। তাদের মতো অফিসারের জন্য দেশ গর্বিত। তার জন্য দেশ গর্বিত।''
টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ''দিল্লির সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিহ'ত অঙ্কিত শর্মার পরিবারকে এক কোটি টাকা ক্ষ'তিপূরণ দেওয়া হবে। তার পরিবারের একজনকে চাকরিও দেবে সরকার। আমরা তার আত্মার শান্তি কামনা করি।' মোদি সরকার আগেই দিল্লির দা'ঙ্গায় নিহ'ত অঙ্কিত শর্মা ও পুলিশ কনস্টেবল রতন লালের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষ'তিপূরনের কথা ঘোষণা করেছিল। রতন লালের স্ত্রীকে চাকরির প্রস্তাবও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
তবে অঙ্কিত শর্মার নিহ'ত হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই বি'ত'র্কে জ'ড়িয়েছে আপ। একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আপ কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে সোডার বোতল এবং পাথরবৃষ্টি করছিল একদল লোক। তখনই অঙ্কিতের মৃ'ত্যু হয় বলে জানা গিয়েছে। তাহিরের বাড়ির সামনের নর্দমা থেকেই উ'দ্ধা'র হয়েছিল অঙ্কিতের দে'হ। অনেকের প্রশ্ন, বি'ত'র্কে জড়িয়েই কি ক্ষ'তিপূরণের কথা মনে পড়ল কেজরিওয়াল সরকারের?
তাদের বক্তব্য, অঙ্কিতের দেহ উ'দ্ধা'র হয়েছে এক সপ্তাহ কা'টতে চলল। এতদিন লেগে গেল ক্ষ'তিপূরনের অঙ্ক আর পরিবারের একজনকে চাকরির কথা ঘোষণা করতে? গত সপ্তাহে টানা তিনদিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে তা'ণ্ডবলীলা চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই হিং'সার আ'গুন দা'উদা'উ করে জ্ব'লতে থাকে রাজধানীরই একটি প্রান্তে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জন মানুষের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন পুলিশকর্মী ও গোয়ে'ন্দা অফিসারও। আহ'ত হয়ে হাসপাতালে রয়েছেন ২০০-র বেশি মানুষ।