সোমবার, ০২ মার্চ, ২০২০, ০৬:২০:৪৭

করোনা ভাইরাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ উপদেষ্টার মৃত্যু

করোনা ভাইরাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ উপদেষ্টার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা করোনা ভাই'রাসে সং'ক্র'মিত হয়ে চিকিৎসাধীন অব্স্থায় মা'রা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রা'ণহা'নির তথ্য নি'শ্চি'ত করা হয়েছে।

সরকারি বেতারের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) তেহরানের একটি হাসপাতালে করোনা ভাই'রাসের চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তিনি মা'রা যান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সবসময় পরা'মর্শ দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

প্রা'ণঘা'তী করোনা ভাই'রাসের প্রাণকেন্দ্র চীনের বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রা'ণহা'নি ঘটেছে ইরানে। দেশটির করোনা ভাই'রাস নি'য়'ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও পাঁচজন এমপি সং'ক্র'মিত হয়েছেন। করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক মা'রা যান।

মার্কিন সংবাদ সংস্থা এপি বলছে, ইরানে এখন পর্যন্ত ৯৭৮ জনের শরীরে করোনা ভাই'রাসের উপস্থিতি নি'শ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে প্রা'ণহা'নি ঘটেছে অন্তত ৫৪ জনের; যা চীনের বাইরে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনা ভাই'রাসে সং'ক্র'মিত হয়েছেন এক হাজার ১৫০ জন।

যাদের অধিকাংশের সং'ক্র'মিত হওয়ার পেছনে ইরানের সংশ্লি'ষ্টতা রয়েছে। তবে ইরানে করোনা ভাই'রাসে মৃ'ত্যুর হা'র নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উ'দ্বে'গ প্রকাশ করেছেন। দেশটিতে আ'ক্রা'ন্তদের প্রায় সাড়ে ৫ শতাংশই মা'রা গেছেন; যা বিশ্বের অন্যান্য দেশের মৃ'ত্যুহারের তুলনায় অনেক বেশি। তবে অনেকেই ইরানে করোনা সং'ক্র'মিত মানুষের সংখ্যা নিয়েও স'ন্দে'হ প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে