সোমবার, ০২ মার্চ, ২০২০, ০৬:৪০:১৭

'তাজমহল না থাকলে বিশ্বকে গরু ও গোবর দেখাতে হতো নরেন্দ্র মোদির'

'তাজমহল না থাকলে বিশ্বকে গরু ও গোবর দেখাতে হতো নরেন্দ্র মোদির'

আন্তর্জাতিক ডেস্ক : যখন যে ইস্যু আসছে, সেই ইস্যু দিয়েই মোদি সরকার ও তার নীতির তুলো'ধুনা করছেন বিরো'ধীরা। মোদি সরকারের স'মালোচ'নায় পিছিয়ে থাকেনি ১১ বছরের বালক। ভারতের মুসলমানদের বর্তমান অবস্থানে ই'ঙ্গিত করে বয়স ও দৈহিক আকৃতির বিবেচনায় ক্ষুদ্র এ বালক বিশ্বকে উ'চ্চক'ণ্ঠে জানিয়ে দিল, আজ যদি তাজমহল ও লালকেল্লা না থাকত, তাহলে বিশ্বকে গরু ও গোবর দেখাতে হতো ক্ষম'তাসীন সরকারকে।

সম্প্রতি ভারতের বিহারে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) নেতা ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কানহাইয়া কুমার এক সমাবেশের আয়োজন করেন। সেখানে মোদি সরকারের বি'রু'দ্ধে জ্বা'লাময়ী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছে এই বালক। সমাবেশে সে মোদি সরকারের বি'রু'দ্ধে স্লো'গান দেয় এবং স্বাধীনতাব'ঞ্চিত মানুষের স্বাধীনতা দাবি করে।

১১ বছরের এই বালকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই'রাল হয়েছে। সে তার বক্তব্যে মুঘল শা'সনামলের স্থাপত্যের (তাজমহল ও লালকেল্লা) ভূয়সী প্রশংসা করে এবং কেন্দ্রীয় সরকারকে ব্য'ঙ্গ করে। বক্তব্যের একপর্যায়ে ''নরেন্দ্র মোদি মুর্দাবাদ'' বলে স্লো'গান দিতেও দেখা যায় তাকে। এ সময় করতালিতে ভরে যায় পুরো সমাবেশস্থল।

ভারতীয় টিভি চ্যানেল টাইমস নিউজ নাউ-এর অনলাইন প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্ব সংশো'ধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় গণপুঞ্জির (এনপিআর) প্রতি'বাদে প্রতি'বাদ-সমাবেশ রেখেছে সিপিআই। এতে নেতৃত্ব দিচ্ছেন দলটির নেতা কানহাইয়া কুমার। তারই অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি বিহারের পাটনায় ''সংবিধান বাঁচাও'' র‌্যালির এই আয়োজন করে সিপিআই। সেখানে বক্তব্যের সুযোগ পায় এই বালক।

১ মিনিট ৮ সেকেন্ডের ভাই'রাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট ও চশমা পরিহিত বালক আঙুল উঁচিয়ে উঁচিয়ে ব্য'ঙ্গা'ত্মক বক্তব্যে মোদি সরকারের স'মালো'চনা করে যাচ্ছে। বক্তব্যের একপর্যায়ে সিপিসি নেতা কানহাইয়া কুমার তার পিঠ চা'পড়ে দেন। তবে আলোচিত এই বালকের নাম ও তার পরিচয় প্রকাশ করেনি টাইমস নিউজ নাউ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে