কুড়িগ্রাম থেকে : প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী শিউলি খাতুনকে (১৯) অবশেষে ফিরতে হয়েছে নিজ দেশে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সোমবার তাকে হ'স্তান্ত'র করা হয়েছে। প্রেমের কারণে জটিলতায় কুড়িগ্রাম সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পুর্ব থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে শিউলি। রবিবার প্রেমের টানে বাংলাদেশে চলে আসেন শিউলী। কুড়িগ্রাম আজোয়াটারী মিস্ত্রিপাড়ায় তার মামা বাড়ি। আপন খালাতো ভাই রুবেল শেখের (২২) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রেমিক রুবেলের সাথেই ভারত থেকে রবিবার বাংলাদেশে চলে আসেন শিউলি। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি তার অভিভাবকরা।
এ নিয়ে বাবা সুবেদ শেখ অ'ভিযো'গ করেন ভারতীয় সীমান্তর'ক্ষী বিএসএফের কাছে। এরপর সীমান্ত পেরিয়ে আসা তরুণীকে ফেরত চেয়ে বিএসএফ চিঠি পাঠায় বাংলাদেশের কাশিপুর বিজিবি ক্যাম্পে। একদিনের মধ্যে বিজিবি অভিযান চালিয়ে তরুণীকে উ'দ্ধা'রের পর হস্তান্তরের উদ্যোগ নেয়। কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল বলেন, 'মেয়েটির বাড়ি ভারত হলেও বেশিরভাগ সময় অবস্থান করতেন বাংলাদেশে। নানা ও খালার বাড়িতে তার যাতায়াত ছিল বেশি।'
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ-উল-আলম জানান, আজোয়াটারি গ্রামের সাবেক মেম্বার জামাল উদ্দিনের বাড়ি থেকে তরুণীকে উ'দ্ধা'র করা হয়। সোমবার বিকেলে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হ'স্তা'ন্তর করা হয়েছে।