আন্তর্জাতিক ডেস্ক : শক্তির দৌড়ে অনেক পিছিয়ে। তবুও নিজের সন্তানদের বাঁচাতে ম'রিয়া ল'ড়াই করল এক কা'ঠঠো'করা। পতিপক্ষ কমপক্ষে ১০ ফুট লম্বা এক সাপ। সেই ভিডিও ভাই'রাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি আসলে পেরুর। রবিবার সেটি ফের পোস্ট করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাছের গর্তে কাঠঠোকরার বাসায় ঢুকেছে এক বিশাল সা'প। আর তাকে ম'রিয়া হয়ে হা'মলা করছে কাঠঠোকরাটি।
একবার নয় একাধিকবার। বারবার সাপটি তাকে ধ'রে মাটিতে ফেলে দিচ্ছে আর ফের সে উঠে এসে সাপের মাথায় কা'মো'ড় বসাচ্ছে। উল্লেখ্য, মেট্রো নিউজের খবর অনুযায়ী, পেরুতে বেড়াতে গিয়ে ওই দৃ'শ্যটি ২০০৯ সালে ক্যামরাব'ন্দি করেন ইজরায়েলি পর্যটক আসফ অ্যাডমনি। ইউটিউবে ওই ভিডিওটি ৮০ লাখ মানুষ দেখে ফেলেছেন। অ্যাডমনি লিখেছেন, মনে হয় সাপটি পাখির বাচ্চা বা ডিমের স'ন্ধা'নে এসেছিল। সে সময় বাসায় ছিল না কা'ঠঠো'করাটি।
বাসায় সাপটিকে দেখতে পেয়েই বারবার হা'মলা করছিল সাপটির ওপরে। রবিবার ভিডিওটি পোস্ট করে আইএফএস অফিসার নন্দা লিখেছেন, মায়ের ভালোবাসার কাছে দুনিয়ার কোনও শ'ক্তি জিততে পারে না। কাঠঠোকরাটি সাপটির সঙ্গে ল'ড়াই করে নিজের সন্তানদের বাঁচানোর চেষ্টা করছে। টুইটারে ভিডিওটি আপলোড করার পর ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১১,০০০ মানুষ। বি:দ্র: যাদের হার্ড দুর্বল বা হার্ডের সমস্যা রয়েছে তারা ভিডিওটি দেখবেন না। ভিডিও দেখুন...