সোমবার, ০২ মার্চ, ২০২০, ০৯:৫০:২২

সাইকেলযাত্রা থেকে প্রেমিক মনোজ বাজপেয়ী, ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে রাশি রাশি মিম!

সাইকেলযাত্রা থেকে প্রেমিক মনোজ বাজপেয়ী, ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে রাশি রাশি মিম!

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনা যতই গুরুত্বপূর্ণ ও সি'রিয়াস হোক, এক শ্রেণির নে'টিজেন তা নিয়ে মজার মিম বানাবেনই। মানুষকে হাসিয়েই তাদের আনন্দ। সম্প্রতি দু'দিনের সফরে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে এসেছিলেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। তাজমহল ঘুরে দেখে মুগ্ধ হয়ে, দেসে ফিরে গিয়ে সেই ছবি টুইটও করেন তিনি। কিন্তু সেই ছবি নিয়েই তৈরি হল রাশি রাশি মিম। 

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতে সে সব মিম পৌঁছে গেল স্বয়ং ইভাঙ্কার কাছেও। তবে এতে একটুও বি'র'ক্ত নন তিনি। বরং নিজেকে নিয়ে বানানো সেই সব মিম নিজেই শেয়ার করে রসিক মানসিকতার পরিচয় দিয়েছেন ইভাঙ্কা। প্রেসিডেন্ট বাবার সঙ্গে দুদিনের ভারত সফরে নিজের স্বামীকে সঙ্গে নিয়েই এসেছিলেন ইভাঙ্কা। ঘুরে দেখেন তাজমহল। মুগ্ধও হন আশ্চর্য এই স্থাপত্য দেখে। মুগ্ধ হন ভারতবাসীর আতিথেয়তা দেখেও। 

তবে ইভাঙ্কা নিজের অজান্তেই মু'গ্ধ করে গেছিলেন ভারতের বহু মানুষকে। তার রূপ ও ব্যবহারে মোহিত হয়েছিলেন নে'টিজেনরা। তাই ইভাঙ্কা আমেরিকায় ফিরে গেলেও তাকে নিয়ে মিমে ছেয়ে গিয়েছে নেট-দুনিয়া। এমনটা অবশ্য নতুন নয়। ডিজিটাল দুনিয়ায় সৃজনশীল রসা'ত্মক ক্রি'য়াকলাপের জন্য যেন ভারতীয়দের জুড়ি মেলা ভার। এদেশের নে'টিজেনদের এই উর্বর মস্তি'ষ্ককে একাধিক বার কু'র্নিশ জানিয়েছেন বিদেশি তারকারা। এবারেও ট্রাম্পের এদেশে আসা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম। 

তবে তার কন্যা ইভাঙ্কাকে নিয়ে বানানো মিম যেন তাকেও ছাড়িয়ে গেছে। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিত্‍ দোসাঞ্জে একটি মিম বানান ইভাঙ্কাকে নিয়ে। দিলজিত্‍ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ফটোশপ করা একটি ছবি শেয়ার করেন। তাতে তাজমহলের সামনে বসে থাকা ইভাঙ্কার কোলে পা ছড়িয়ে নিজেকে বসিয়ে দেন দলজিত্‍। সঙ্গে ক্যাপশন লেখেন, 'আমি আর ইভাঙ্কা। তাজমহল দেখাও বলে বায়না করছিল! না নিয়ে গিয়ে কী করি?' 

দলজিতের এই মিম পৌঁছে যায় মিস ট্রাম্পের কাছে! যথার্থ রসিক ইভাঙ্কা সেই মিম শেয়ার করে লেখেন, 'আমাকে তাজমহল দেখাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! এই সুন্দর অভিজ্ঞতা সারা জীবন মনে রাখব।' ট্রাম্প কন্যার এমন 'স্পোর্টিং' মনোভাব দেখে অভিভূত নে'টিজেনরাও। আরও অসংখ্য মিমের মধ্যে আরও কয়েকটি বাছাই করেও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রসিক ইভাঙ্কা। 

কোনওটায় তাকে সাইকেলে চড়িয়ে নিয়ে যাচ্ছে এক যুবক, কোনওটায় আবার তাজমহলের সামনে দাঁড়ানো অবস্থায় ইভাঙ্কার পাশে ইভাঙ্কার স্বামীর ছবিতে তার মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে ভাইরাল হওয়া এক জোম্যাটো ডেলিভারি বয়ের হাসিমুখ। কোনওটায় আবার ইভাঙ্কার দিকে রীতিমতো প্রেমবিহ্বল চোখে তাকিয়ে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। এই সব মিম দেখে রে'গে না গিয়ে বরং ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার ও সৃজনশীলতার তারিফ করেছেন ইভাঙ্কা। তাই নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন সেগুলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে