আন্তর্জাতিক ডেস্ক : দুজনেই দুই রাজনৈতিক দলের বিশিষ্ট নেত্রী। অনেকদিনের সাংসদ। তারাই সোমবার নিজেদের মধ্যে মা'রামা'রিতে জড়িয়ে পড়লেন। এদিনই সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হল। আর প্রথম দিনই দিল্লির হিং'সার প্রসঙ্গ উঠতেই চূ'ড়া'ন্ত ডামাডোল বা'ধল সংসদে। যার কারণে সারাদিন বারেবারে স্থ'গিত করতে হল সভার কাজ।
শেষ পর্যন্ত পুরো দিনের মতোই সভার কাজ ভ'ন্ডু'ল হয়ে গেল। এই নিয়ে দুঃ'খপ্রকাশ করে লোকসভার স্পিকার ওম বিড়লা সব গলের বরিষ্ঠ নেতাদের সংসদের মানর'ক্ষায় ভূমিকা নিতে অনুরোধ করেছেন। এদিন, কংগ্রেস সাংসদ রম্যা হরিদাস অ'ভিযো'গ করেন, বিজেপি সাংসদ জসকৌর মিনা তাকে দা'ক্কা মারেন। তার দাবি, এদিন ২টা সভার কাজ স্থ'গিত করে দেওয়ার পর, বিকাল তিনটায় অধিবেশন ফের শুরু হলে তিনি দিল্লির হিং'সার বিষয়টি সভায় তোলার জন্য হাউসের ওয়েলের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
সেই সময়ই বিজেপি সাংসদ মিনা তার কাঁধে আ'ঘা'ত করেন। সংসদ আর মহিলাদের জন্য সংসদ নি'রাপ'দ নয় বলে অ'ভিযো'গ করেন কংগ্রেস সাংসদ। সেই সঙ্গে তিনি দলিত হওয়াতেই তাকে ধা'ক্কা মা'রা হয়েছে বলেও ই'ঙ্গি'ত দেন। এই বিষয়ে তিনি লিখিতভাবে ওম বিড়লার কাছে অ'ভিযো'গ জানিয়েছেন। জসকৌর মিনা পা'ল্টা দাবি করেছেন, কংগ্রেস সাংসদদের অ'ভিযো'গ ভুয়ো। বরং রম্যা হরিদাসই তাকে আ'ঘা'ত করেছেন।
তিনি বলেন, রম্যা একটি ব্যানার নিয়ে ওয়েলের দিকে এগোচ্ছিলেন। সেটি খুলতে গিয়ে মিনার মাথায় আ'ঘা'ত লাগে। তিনি ব্যানরটি সরিয়ে নিতে বলেছিলেন রম্যাকে সেখান থেকে শুধু সরে যেতে বলেছিলেন, ধা'ক্কা মারেননি বা আ'ঘা'ত করেননি। আর তিনি নিজেও একজন দলিত মহিলা, তাই রম্যা দলিত বলে তাকে মা'রা হয়েছে, এই অ'ভিযো'গ খাটে না।
পরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেন, রম্যার ব্যানারের ধা'ক্কায় জসকৌর মিনা মাটিতে পড়ে যাচ্ছিলেন। স্মৃতির অভিযোগ জসকৌর দলিত সাংসদ হওয়াতে তাকে উত্তে'জিত করতেই ধা'ক্কা মারেন রম্যা। তিনি স্পিকারের কাথে সম্ভাব্য ক'ঠো'রতম পদক্ষেপ নেওয়ার আবেদন করেন। স্পিকার ওম বিড়লা অবশ্য পুরো ঘটনায় অ'সন্তো'ষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, যা ঘটেছে তা তাকে ব্যক্তিগত ভাবে য'ন্ত্র'না দিয়েছে। এই অবস্থায় সভার কাজ চালাতে চান না বলে জানিয়ে দেন স্পিকার। যদি ঠিক মতো সভার কাজ চালানো যায়, গণতন্ত্র র'ক্ষা করা যায়, তবেই অধিবেশন করা উচিত। এদিন সারাদিনে তিনবার সভার কাজ স্থ'গি'ত করে দিতে হয়েছে। প্রথমে জেডিইউ সাংসদ বৈদ্যনাথ প্রসাদ মাহাতোর মৃ'ত্যুতে শো'ক প্রকাশ করে কাজ স্থ'গি'ত রাখা হয়। সূত্র : এএনআই