আন্তর্জাতিক ডেস্ক : প্ররো'চণামূলক কোনো স্লো'গা'ন যে তিনি ব'রদা'শত করবেন না তা আজ বুঝিয়ে দিলেন মমতা ব্যানার্জী এবং জানালেন যে কলকাতার রাস্তায় ''দেশদ্রো'হীদের গু'লি মা'রো'' স্লোগান দেওয়ার অ'পরা'ধে পুলিশ তিনজনকে গ্রে'প্তার করেছে। আজ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মিসভা থেকে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী, দিল্লির ভাষায় কলকাতায় কথা বলা চলবে না।
রবিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপিরই একটি মিছিল থেকে ''গো'লি মা'রো'' স্লো'গা'ন উঠেছিল। তার পর থেকেই রাজনৈতিক বি'ত'র্ক শুরু হয়। মমতা বলেন, ''গতকাল আমি লক্ষ্য করেছি বাইরে থেকে কয়েকজন এসেছেন। ''গো'লি মা'রো'' বলেছেন। ভাষাটা অ'ন্যা'য়, ভাষাটা দা'ন'বিক। তাই যারা এটা বলেছেন তাদের বি'রু'দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।''
তৃণমূলের নেতারা বলছেন, এই ধরনের হিন্দিতে স্লো'গা'ন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে অচল। তারা অ'ভিযো'গ করেছেন বিজেপি উত্তর ভারতের দা'ঙ্গার রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করছে এইসব প্ররো'চণামূলক স্লো'গা'ন দিয়ে। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অনুরাগ ঠাকুরের গলায় এই গো'লি মা'রো শ্লো'গা'ন শোনা গেছিল।
দিল্লিতে ভারতের নতুন নাগরিকত্ব বিরো'ধী আইন নিয়ে প্র'তিবা'দকে ঘিরে সাম্প্রদায়িক সং'ঘ'র্ষের জন্য এই গো'লি মা'রো স্লো'গা'ন কে দায়ী করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামেরা। যদিও দিল্লিতে এইধরনের প্ররো'চণামূলক স্লো'গা'ন দেওয়ার অ'পরা'ধে কারোর বি'রু'দ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মমতা জানিয়েছেন পশ্চিমবঙ্গে এদের বি'রু'দ্ধে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।
বিজেপি সভাপতি অমিত শাহ দিল্লিতে নির্বাচনে হা'রার পরে বলেছিলেন পার্টি এই স্লো'গা'নকে সমর্থন করেনা এবং একধরণের স্লো'গা'ন পার্টির ক্ষ'তি করেছে, পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা বলছেন, এই শ্লো'গা'নে তারা কিছু ভুল দেখছেন না। এদিকে, বিজেপি নেতা সায়ন্তন বোস বলেন, ''দেশদ্রো'হীদের গু'লি করার কথা বলে কেউ কোনো অন্যায় করেনি।''