সোমবার, ০২ মার্চ, ২০২০, ১০:৪২:৩১

ফেসবুক, ট্যুইটারসহ সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেবেন নরেন্দ্র মোদি

ফেসবুক, ট্যুইটারসহ সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেবেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির একটা বড় অ'স্ত্র সোশ্যাল মিডিয়া। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। কিন্তু আচ'মকা সব ফলোয়ারদের চমকে দিলেন তিনি নিজে। সোমবার ট্যুইটারে অ'বা'ক করে দিলেন ভক্তদের। লিখলেন, 'এই রবিবার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব ভাবছি।'

শুধু ফেসবুক, ট্যুইটারই নয়। ইন্সটাগ্রাম, এমনকি ইউটিউবও ছেড়ে দেবেন তিনি। ট্যুইটারে একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভই নন। এই মুহূর্তে তার যা ফলোয়ার, তা পিছনে ফেলে দিয়েছে অনেক তাবড় নেতাদের। ট্যুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৫৩.৩ মিলিয়ন। ফেসবুকে ফলোয়ার ৪ কোটি ৪৫ লক্ষ। ইন্সটাগ্রামে ফলোয়ার সাড়ে তিন কোটি। একসময় ওবামা সহ অন্যান্য তা'ব'ড় রাষ্ট্রনেতাদের সময় কাঁধে কাঁধ মিলিয়েছিলেন তিনি।

সোমবার করা তার ওই ট্যুইটটি ইতিমধ্যেই রিট্যুইট হয়েছে ৫০০০ বার। ১৫০০০ লাইক পড়েছে ওই ট্যুইটে। আর ইন্সটাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ট্রাম্প ও ওবামার থেকেও বেশি। তবে আচ'মকা কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। সাম্প্রতিক কোনও ঘটনার জন্য তার এমন সিদ্ধান্ত বলে মনে করছেন একাংশ। কারণ সম্প্রতি দিল্লি সং'ঘ'র্ষের ঘটনার পর সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যা'ক্টর হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের উ'স্কা'নিমূলক পোস্ট হয়ে থাকে, অনেক সময় ভুয়ো পোস্টও ভাই'রাল হয়ে যায়। এসব বি'ত'র্ক পিছু ছাড়াতেই কি এমন কথা ভাবলেন তিনি? এই প্রসঙ্গে অধীর চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, 'তিনি তো ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা। উনিই কেন সরে যাচ্ছেন।' 

অধীর চৌধুরীর বক্তব্য, এই ট্যুইটে কেমন সাড়া মেলে, সেটার বাজার মাপতেই এমনটা করতে পারেন মোদি। এছাড়া কংগ্রেস সাংসদের ধারনা সাম্প্রতিক দিল্লির ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতেও এরকম চাল চালতে পারেন প্রধানমন্ত্রী। বাম নেতা সুজন চৌধুরীর মতে, 'এটা বিলাপ কিনা, মনোবিদরাই বলতে পারবেন।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে