মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০১:৫১:৫২

রোযা রেখে নাগরিকত্ব আইনের প্রতিবাদ

রোযা রেখে নাগরিকত্ব আইনের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফর ও নাগরিকত্ব সং'শো'ধনী আইনের প্রতি'বাদে রোযা রেখেছিলেন পার্ক সার্কাস রোডের প্রায় দুই শতাধিক নারী আ'ন্দোল'নকারী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে এই ত'থ্য পাওয়া গেছ ।

রোববার সন্ধ্যায় ইফতার খেয়ে একত্রে রোযা ভা'ঙেন তারা। পার্ক সার্কাস রোডে অবস্থানের ৫৫ তম দিনে এমন ব্য'তিক্র'মধর্মী প্রতি'বাদ সম্পর্কে আন্দো'লনকারী এক নারী বলেন, অমিত শাহদের সিদ্ধা'ন্তের প্রতি'বাদেই আমাদের মেয়েরা পথে নেমেছিলেন। তাই রাজপথে রোযা রেখেই তাদের এমন সিদ্ধা'ন্তের প্রতি'বাদ জানানো হলো।

এর আগেও নাগরিকত্ব সংশো'ধনী আইনের প্রতি'বাদে এই অবস্থানের শু'রু থেকেই রোযা রাখছিলেন সেখানকার অনেক নারী।আন্দো'লনের প্রথম দিন থেকেই রোযা রাখা শফিকা হোসেন নামে ষাটোর্ধ নারী বলেন, তিন যুগ ধ'রে আমরা এই দেশে আছি। এখন হঠাৎ বলা হচ্ছে নাগরিকত্বের কাগজ দেখাতে হবে। ম'রতে হলে আমরা এই দেশেই ম'রবো, তবুও দেশ ছে'ড়ে যাবো না কিংবা কাগজ দেখাবো না।

পার্ক সার্কাস বি'ক্ষো'ভের উদ্যো'ক্তা আসমত জামিল বলেন, দিল্লিতে ঘ'টে যাওয়া স'হিং'সতার জন্য কারা দা'য়ী সেটা সকলেই জানেন। স'হিং'সতা দম'ন করতে যারা ব্য'র্থ হয়েছেন, তাদেরকে আমরা কলকাতায় মা'নি না।

ব্যারাকপুরের ‘নো এনআরসি মু'ভমে'ন্ট’ এর সংগঠক বলেন, নাগরিকত্ব সংশো'ধনী আইনটি কেন্দ্র থেকে বাতি'ল না করা পর্যন্ত আমাদের এই প্রতি'বাদ চলবে। শাহীনবাগ থেকে পার্ক সার্কাস, শান্তিপূর্ণ অবস্থানই আমাদের মু'ক্তির একমাত্র পথ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে