আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরা'সে ৬ জনের মৃ'ত্যু হয়েছে। ওয়াশিংটনে পরিস্থিতি জ'টিল আ'কার ধারণ করায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (০৩ মার্চ) প্রথমবারের মতো মেরিল্যান্ডে অবস্থিত জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
গত তিনদিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরা'সে আ'ক্রা'ন্ত বেশকয়েক জনের মৃ'ত্যু হয়েছে। প'রি'স্থি'তি মো'কাবিলায় জ'রুরি অবস্থা জা'রি করা হয়েছে ওয়াশিংটনে বলে জানান গভর্নর জে ইনসেলি। করোনা ভাইরা'স দ্রু'ত ছ'ড়িয়ে প'ড়ায় ন'ড়ে চ'ড়ে বসেছে হোয়াইট হাউজ।