মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০৩:৩৮:৪৪

নি’র্যা'তিত ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়াল ইরান

নি’র্যা'তিত ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে মুসলিমদের ওপর চা'লানো স’ন্ত্রা’সী হা’ম’লার তী'ব্র নি'ন্দা জানিয়ে একে বিবেকবর্জিত কর্মকা'ণ্ড বলে আখ্যায়িত করেছে ই’রান এবং এই হা’ম’লা পরিক'ল্পিত বলেও জানিয়েছেন ই’রানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।খবর ডনের

সোমবার ই’রানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটবার্তায় এসব কথা বলেন। তিনি বলেন, ভারত ই’রানের শতাব্দী পুরোনো বন্ধু। আমরা ভারতের কর্তৃপক্ষের কাছে সব নাগরিকের সঙ্গে সমান আচরণ করার আহ্বান জানাচ্ছি।

জাভেদ জারিফ তার টুইটে ভারত সরকারকে আইনের শাসন নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন।

গত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম সংখ্যালঘুর ওপর পরিক'ল্পিত হ’ত্যা’কাণ্ড 'চালায়। দিল্লির ওই সংঘ’র্ষে নি’হ’ত ৪৭ জনের মধ্যে বেশিরভাগই মুসলমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে