মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০৫:১৭:২৯

নাগরিকত্ব আইন নিয়ে আপনাদের হস্তক্ষেপের অধিকার নেই: জাতিসংঘকে ধম'কালো ভারত

নাগরিকত্ব আইন নিয়ে আপনাদের হস্তক্ষেপের অধিকার নেই: জাতিসংঘকে ধম'কালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সং'শো'ধনী আইন (সিএএ) দেশের অভ্য'ন্তরীণ বিষয়, এ নিয়ে কোনও বিদেশি সংগঠনের হ'স্তক্ষে'পের অধিকার নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক আবেদনের প্রেক্ষিতে এ বিবৃতি দিয়েছে তারা। 

ওই আবেদনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে সিএএ'র বি'রু'দ্ধে মামলায় একটি পক্ষ হিসেবে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংশো'ধিত নাগরিকত্ব আইন দেশের অভ্য'ন্তরীণ বিষয়। ভারতের সংসদের আইন প্রণয়নের সার্বভৌম অধিকার রয়েছে। কোনও বিদেশি সংগঠনের ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই।

মন্ত্রণালয় আরও বলছে, সিএএ সাংবিধানিক ভাবে বৈধ, সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে স'ঙ্গ'তিপূর্ণ এবং এতে মানবাধিকারও র'ক্ষা করা হয়েছে। গত ডিসেম্বরে ভারতের সংসদে পাস হয় নাগরিকত্ব সংশো'ধনী আইন। এতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। ভারতে সিএএ পাস হওয়ার পরপরই এ নিয়ে উ'দ্বে'গ জানিয়েছিল জাতিসংঘ। 

সংস্থাটির মানবাধিকার কাউন্সিলের এক মুখপাত্র বলেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের এই সংশো'ধনী ভারতীয়দের জাতী'য়তাবাদে বৈষ'ম্যমূলক প্রভা'ব ফেলবে। তার মতে, সব অনুপ্রবেশকারীরই সুর'ক্ষা, সম্মান ও মানবিক সহায়তা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। স'মালো'চকদের অ'ভিযো'গ, ভারতের সিএএ বৈ'ষ'ম্যমূলক এবং ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির প'রিপ'ন্থী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে