রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪১:৪৯

পররাষ্ট্রমন্ত্রীও জানতেন না মোদির সফরের কথা!

পররাষ্ট্রমন্ত্রীও জানতেন না মোদির সফরের কথা!

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের একেবারে প্রথম দিকে। এক আড্ডা বসেছে লাহৌরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে। নওয়াজ ছাড়াও রয়েছেন তার মা, স্ত্রী, মেয়ে নাতি-নাতনিরা। আর এই আড্ডায় রয়েছেন আরও এক জন। তিনি হলেন ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ। ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে যিনি নওয়াজের অতিথি হয়েছেন। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। সেই আড্ডায় উর্দুতেই কথা বলছিলেন সুষমা। নওয়াজের মা বলেই ফেললেন, ‘এমন সুন্দর উর্দু শিখলে কী করে?’ সুষমা বললেন, ‘ছোটবেলায় বাবার সঙ্গে অনেক সময়ই উর্দুতে কথা বলতাম। বাবা উর্দু পড়তে, লিখতে আর বলতে পারতেন। উর্দু তো ভারতীয় ভাষাই।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো উপহারটা নওয়াজের হাতে তুলে দিলেন সুষমা। একটা দারুণ কাশ্মীরী শাল। সঙ্গে সঙ্গে সেই শাল গায়ে জড়িয়ে পুরনো বলিউডি ছবির গান গুনগুন করে উঠলেন পাক প্রধানমন্ত্রী। তত ক্ষণে শুরু ফোটোসেশন। সুষমাকে জড়িয়ে ছবি তুললেন নাতি-নাতনিরা। তার পর খাওয়ার অনুষ্ঠান। হরিয়ানার মেয়ে সুষমার জন্য হাজির সর্ষের শাক, বেগুনের ভর্তা, পনির থেকে শুরু করে লোভনীয় সব নিরামিষ পদ (মোদীর মতো তার বিদেশ বিষয়ক মন্ত্রীও নিরামিষাশী)। দেশভাগের আগে অমৃতসরের বাসিন্দা ছিল শরিফ পরিবার। নওয়াজের মা এ বার পঞ্জাবি ভাষায় বলে ওঠেন, ‘পুত্র নরেন মোদিকে এক বার আসতে বোলো এই শহরে। ওকে নিজের হাতে রান্না করে খাওয়াব।’ সুষমাও পত্রপাঠ উর্দু ছেড়ে কথা শুরু করেন শুরু করেন পঞ্জাবিতে। এ বার চমকে যান নওয়াজও। অভিভূত শরিফ পরিবারের থেকে বিদায় নিয়ে দেশে ফিরে সুষমা যান মোদির কাছে। প্রধানমন্ত্রীকে জানান, নওয়াজ চাইছেন তিনি যেন এক বার পাকিস্তানে যান। গত শুক্রবার লাহৌরে গেলেন মোদি। সুষমার সফরের পর দু’সপ্তাহ গড়াতে না গড়াতেই। সেই বাড়িতেই নওয়াজের মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলেন ‘নরেন পুত্র’। কিন্তু এত নাটকীয় সফরের কথা খোদ সুষমাই আগাম টের পেলেন না! সূত্র বলছে, মোদির পাকিস্তান যাওয়ার ব্যাপারে বিদেশ বিষয়ক মন্ত্রী বা তার মন্ত্রনালয়ের কাছেই কোনও আগাম খবর ছিল না। গত শুক্রবার মোদি যখন কাবুল থেকে ফেরার পথে লাহৌরে থামার কথা ট্যুইটারে ঘোষণা করেন, তখন সেটি ‘রিটুইট’ করে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন সুষমা। তাতে অবশ্য বিরোধীদের সমালোচনা এড়াতে পারেননি মোদি। প্রশ্ন উঠেছে তার পাক-নীতি নিয়ে। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে