আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ ঘণ্টা আগে কলকাতা এসে অমিত শাহ এসে বাংলা দ'খলের ডাক দিয়ে গিয়েছেন। এদিন কালিয়াগঞ্জের সভা থেকে মমতা ব্যানার্জী তার উত্তর দিলেন। একদিকে বিজেপি যখন উত্তরবঙ্গকে ভর করেই বিধানসভা নির্বাচন জয়কে পাখির চোখ করেছে, তখন মমতা সেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই হু'ঙ্কার দিলেন, "আমরা বাংলার এক ইঞ্চি মাটি কাউকে দ'খ'ল করতে দেব না।"
পাশাপাশি প্রশাসন ও সাধারণ মানুষকেও দায়িত্ব দিলেন, যাতে বাইরে থেকে এসে কেউ হিং'সা না ছড়ায়, তা দেখতে। আজ পুলিশকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন, "দিল্লিতে যা হচ্ছে তার প্রভাব যেন না পড়ে, দেখবেন। নজর রাখবেন ধর্মে ধর্মে যেন সদ্ভাব থাকে। দিল্লীতে যা হচ্ছে আমরা তা সমর্থন করি না। অনেকে আসছে বাইরে থেকে। বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না। বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে। লক্ষ্য রাখুন, বাইরের কেউ যেন ঢুকতে না পারে।"
লোকসভা ভোটে কালিয়াগঞ্জে খা'রাপ ফল করেছিল তৃণমূল। কিন্তু তারপর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় হাসিল করে নেয় তৃণমূল। জয়ের পরই মমতা বলেছিলেন, কালিয়াগঞ্জের মানুষকে ধন্যবাদ জানাতে আসবেন তিনি। সেই কথা রেখেই এদিন কালিয়াগঞ্জে সভা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভায় ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত হিসেবে কালিয়াগঞ্জের কথা তুলে ধরেন নেত্রী। সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন, বাংলায় এক ইঞ্চি জমিও ছাড়বেন না।