আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দিন ধরে হ'ন্যে হয়ে মোহাম্মদ শাহরুখকে খুঁ'জছিল দিল্লি পুলিশ। তারপর এদিন উত্তরপ্রদেশের বরেলির শামলি থেকে তাকে গ্রে'ফতার করা হয়। এই শাহরুখ দিল্লি হিং'সার একটি অন্যতম মুখ হয়ে ওঠে। লাল টি শার্ট পরা শাহরুখের হাতে বন্দুকের ছবি কা'র্যত ভাই'রাল হয়ে যায়।
এরপর পুলিশের দিকে ব'ন্দু'ক তাক করা শাহরুখকে গ্রে'ফতা'রির পর হিং'সায় তার ভূমিকা নিয়ে পুলিশ নিজের রিপোর্ট জানিয়েছে। ২৪ ফেব্রুয়ারির জাফরাবাদ। পড়ন্ত বিকালে তখন ত'প্ত দিল্লি। দিকে দিকে আ'গুন জ্ব'লছে। আর তার মাঝ বরাবর হাতে ব'ন্দু'ক নিয়ে হেঁটে আসছে শাহরুখ। পরনে লাল টিশার্ট, চোখে হিং'সা আর সেই অবস্থায় পুলিশের দিকে ব'ন্দু'ক তাক করে সে। এই ছবিই দিল্লি হিং'সা ঘিরে উঠতে থাকে।
গত কয়েকদিন ধরে বে'পা'ত্তা ছিল শাহরুখ ও তার পরিবার। এদিকে, হিং'সায় জড়িত থাকার স'ন্দে'হে পুলিশ তাকে খুঁ'জছিল। আর এদিন উত্তরপ্রদেশ থেকে শাহরুখের গ্রে'ফতা'রির পর থেকেই একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। পুলিশ জানিয়েছে, শাহরুখের বি'রু'দ্ধে ৩০৭ (খু'নের চেষ্টা), ১৮৬ ,৩৫৩ ধা'রার আওতায় মামলা দা'য়ের করা হয়েছে। রয়েছে অ'স্ত্র আইনের মামলা।
পুলিশ এদিন জানায়, দিল্লি হিং'সার দিন শাহরুখ ৩ রাউন্ড গু'লি চালিয়েছিল। ক্ষো'ভের বসেই এই গু'লি চালনা। এই কথা সে নিজে স্বী'কার করেছে। পুলিশ আপাতত শাহরুখের পি'স্ত'লটি খোঁ'জার চেষ্টায় রয়েছে। পাশাপাশি, শাহরুখকে নিয়ে কোনও ক্রি'মি'নাল রে'কর্ডও নেই বলে জানায় দিল্লি পুলিশ। তবে শাহরুখের বাবার বি'রু'দ্ধে জাল টাকা পাচার ও মা'দক পা'চারের ক্ষেত্রে একাধিক পুলিশ রেকর্ড রয়েছে।