মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০৭:৩৫:১৪

নাগরিকত্ব আইন নিয়ে আদালতে জাতিসংঘের উদ্যোগ, অস্ব'স্তিতে মোদি সরকার

নাগরিকত্ব আইন নিয়ে আদালতে জাতিসংঘের উদ্যোগ, অস্ব'স্তিতে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : সং'শো'ধিত নাগরিকত্ব আইনে (সিএএ) হ'স্তক্ষে'প চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বা'রস্থ হয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় বি'ত'র্কি'ত আইনটিকে সাংবি'ধানিক বৈ'ধতা মামলায় প'ক্ষভুক্ত করার আবেদন দাখিল করেছে।

জাতিসংঘের এমন পদক্ষেপ ন'জিরবি'হী'ন ও এর মাধ্যমে মোদি সরকারের বি'ড়'ম্ব'না বেড়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সিএএ বিরো'ধী আন্দো'লনের এমনিতেই বেশ চা'পের মধ্যে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর মধ্যেই সুপ্রিম কোর্টের মামলাগুলোয় তৃতীয় পক্ষ হওয়ার আবেদন দা'খিল করে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

বিষয়টি জানার পরই তী'ব্র প্র'তি'ক্রি'য়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সং'শো'ধিত নাগরিকত্ব আইন ভারতের অভ্য'ন্তরীণ বিষয় এবং এটি আইন প্রণয়নকারী সংসদের সার্বভৌম অধিকারের সঙ্গে সম্পৃক্ত। রবীশ কুমার বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাখেলেটের কার্যালয় জেনেভায় অবস্থিত ভারতীয় স্থায়ী মিশনকে সোমবার সন্ধ্যায় আবেদনটির বিষয়ে অব'হিত করেছে।

পররাষ্ট্র মুখপাত্র রবীশ কুমার বলেন, ''সিএএ ভারতের অভ্য'ন্তরীণ বিষয়। আমরা দৃ'ঢ়ভাবে বিশ্বাস করি, ভারতের সা'র্বভৌ'মত্বের সঙ্গে জড়িত কোনও ইস্যুতে বিদেশি কোনও পক্ষের হ'স্তক্ষেপের অধিকার নেই।'' গত ডিসেম্বরে ভারতের সংসদে পাস হয় বিত'র্কি'ত সং'শো'ধিত নাগরিকত্ব আইন। তারপর থেকে ভারতজুড়ে শুরু হয়েছে প্র'তিবা'দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে