আন্তর্জাতিক ডেস্ক : ইদলিবে অ'পারে'শন স্প্রিং শিল্ড পরিচালনা করে সিরিয়ায় গত চব্বিশ ঘণ্টায় ৩২৭ আসাদ বাহিনীর সেনা সদস্যকে হ'ত্যা করার দাবি করেছে তুর্কি প্রতির'ক্ষা মন্ত্রণালয়। প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মঙ্গলবার দেশটির প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অ'পারে'শন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হ'ত্যা করা হয়েছে। এ ছাড়া একটি যু'দ্ধবিমান, একটি ড্রো'ন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লা'ঞ্চার এবং ২টি বিমান বিধ্বং'সী প্রতির'ক্ষা ব্যবস্থা ধ্বং'স করা হয়েছে। এ ছাড়া তুর্কি সামরিক বাহিনী আসাদ সরকারের তিনটি সাজোঁ'য়া যান, ছয়টি সা'মরিক যান এবং গো'লাবা'রুদ রাখার একটি ডি'পো ধ্বং'স করেছে।
প্রতির'ক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে আসাদ বাহিনীর হা'মলায় এক তুর্কি সেনা নিহ'ত হয়েছেন। মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়, ইদলিবে আসাদ বাহিনীর আর্টিলারি হা'মলায় ওই সেনা নিহ'ত হন। এ হা'মলায় একজন নি'হ'ত ও অপর একজন আ'হ'ত হয়েছেন। এর আগে রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যু'দ্ধবিমান ভূ'পাতিত করার দাবি করেছে তুরস্ক।
মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়েছিল, আমাদের বিমানে হা'মলার পরই আসাদ সরকারের দুটি সুখোই যু'দ্ধবিমান-২৪ ভূ'পা'তিত করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি তুর্কি বাহিনীর ওপর হা'মলা ৩৪ সেনা নি'হ'ত হয়েছে। এ ছাড়া এ হা'মলায় কয়েক ডজন সেনা আহ'ত হয়েছেন। এ প্রতিশো'ধ নিতেই আঙ্কারা গত রোববার সিরিয়ার ইদলিবে অ'পারে'শন স্প্রিং শিল্ড পরিচালনার ঘোষণা দেয়।