আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভার ভিতরে ধু'ন্ধু'মার হয়েছিল গতকাল। এক কংগ্রেস সাংসদ শারী'রিক ভাবে নিগৃ'হীত হয়েছেন বলে অ'ভিযো'গ উঠেছিল। আজ গো'লমা'ল ছড়িয়ে গেল সংসদের বাইরেও। হা'মলা হল খোদ কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে। পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা থেকে নির্বাচিত সাংসদ অধীর তখন বাড়িতে ছিলেন না।
বাড়ি সংলগ্ন কার্যালয়ের কর্মীদের এবং অধীরের এক পরিজনকে হে'ন'স্থার মুখে পড়তে হয়েছে বলে খবর। ঘটনার তী'ব্র নি'ন্দা শুরু করেছে কংগ্রেস। নয়াদিল্লির সি-১/৪ হুমায়ুন রোডের যে বাংলোয় লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী থাকেন, তার সঙ্গে অধীরের একটি অফিসও রয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা নাগাদ বাড়ি সং'ল'গ্ন সেই অফিসেই হা'মলা হয়েছে।
তিন-চার জন দু'ষ্কৃ'তী আ'চ'মকা গা'লিগা'লা'জ করতে করতে অধীরের বাংলো চত্বরে হা'জির হয় বলে জানা গিয়েছে। প্রথমে তাদের ভিতরে ঢু'কতে বা'ধা দেওয়া হয়েছিল। কিন্তু তারা জো'র করে অধীরের অফিসটিতে ঢুকে পড়ে বলে অ'ভিযো'গ। সেই অফিসে যে কর্মীরা তখন ছিলেন, তাদের সঙ্গে এই দু'ষ্কৃ'তীরা হা'তাহা'তি শুরু করে দেয় বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
হা'তাহা'তিতেই থামেনি হা'ম'লাকারীরা। লোকসভার কংগ্রেস দলনেতার অফিসে বেশ কিছু ফাইল এবং কাগজপত্র তারা ন'ষ্ট করেছে বলে অ'ভিযো'গ। যাওয়ার সময়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে বলেও খবর। শুধু কর্মীরা নন, অধীর চৌধুরীর এক পরিজনও এ দিন হে'ন'স্থার মুখে পড়েছেন বলে জানা গিয়েছে। হা'ম'লাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
দিল্লি পুলিশ ঘটনার ত'দ'ন্ত শুরু করেছে। এই হা'মলার নে'পথ্যে কোনও রাজনৈতিক দলের হাত রয়েছে কি না, অধীর শিবির থেকে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। কিন্তু দিল্লিতে গত সপ্তাহে ভ'য়াব'হ হিং'সার প্রেক্ষিতে দেশের রাজনীতি এখন ত'প্ত। স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অমিত শাহের ই'স্ত'ফা চেয়ে বিরো'ধীদের বিক্ষো'ভের জে'রে সোমবার লোকসভা উ'ত্তা'ল হয়ে উঠেছিল।
বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে ধা'ক্কাধা''ক্কি শুরু হওয়ার উ'পক্র'ম হয়েছিল। অধীর চৌধুরী তখন এগিয়ে গিয়েছিলেন পরি'স্থি'তি নিয়'ন্ত্রণে আনতে। সংসদের অন্দরের পরি'স্থি'তি শেষ পর্যন্ত নিয়'ন্ত্রণে আসে। কিন্তু রাজনৈতিক উ'ত্তা'প কমার লক্ষণ নেই। সেই রাজনৈতিক উ'ত্তা'পের কারণেই হা'ম'লা কি না, খ'তিয়ে দেখছে পুলিশ। অধীর নিরা'পত্তা বাড়ানোর দাবিও তোলা হচ্ছে।