বুধবার, ০৪ মার্চ, ২০২০, ১২:২১:৪৫

'অতিরিক্ত বেড়েছে তুরস্ক', না পিছিয়ে পা'ল্টা আরও বেশি হা'মলা চালাচ্ছে রাশিয়া

'অতিরিক্ত বেড়েছে তুরস্ক', না পিছিয়ে পা'ল্টা আরও বেশি হা'মলা চালাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তুরস্কের ভ'য়াব'হ হা'মলার মুখে রাশিয়া কিছুটা পিছিয়ে আসবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ হলো। পিছিয়ে আসার পরিবর্তে সিরিয়ায় বিদ্রো'হীদের নিয়'ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে বিমান হা'মলা আরও বাড়িয়েছে রাশিয়া।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সিরিয়ার আকাশে তুর্কি ড্রো'নের উপস্থিতির পরও পিছিয়ে আসেনি রাশিয়ার বিমানবাহিনী। বরং আগের চেয়ে আরও বেশি হা'মলা চালাচ্ছে তারা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইদলিবের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে তুর্কি সমর্থিত বিদ্রো'হীদের অবস্থান লক্ষ্য করে আরও বেশি বিমান হা'মলা চালাচ্ছে রাশিয়া।

এতে ওই অঞ্চলে থাকা বিদ্রো'হীদের ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তি হচ্ছে। তবে এতে কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। আ'শ'ঙ্কার বিষয়, ইদলিবে বিদ্রো'হীদের সঙ্গে মিশে গেছে তুর্কি সেনারা। ফলে সিরিয়ার বিদ্রো'হীদের ঘাঁ'টি ল'ক্ষ্য করে চালানো রাশিয়ার বিমান হা'মলায় যে কোনো সময় তুর্কি সেনাদের ব্যা'পক হ'তাহ'তের ঘটনা ঘটে পারে। আর এমনটি ঘটলে তার পরবর্তী পরি'স্থি'তি খুবই ভ'য়াব'হ হবে।

এ দিকে পরি'স্থি'তি যাই হোক না কেন, সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থন অ'ব্যাহ'ত থাকবে বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার।এ ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ার আকাশে তুরস্কের যু'দ্ধবিমানের কোনো নিরা'পত্তার নি'শ্চ'য়তা দিতে পারবে না মস্কো। সিরিয়ায় স'ন্ত্রা'সীদের বি'রু'দ্ধে চলমান যু'দ্ধ অ'ব্যাহ'ত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে