বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০৪:১৪:৩৩

করোনা থেকে বাঁচতে শুক্রবারের জুমার নামাজ বাসায় আদায়ের পরামর্শ

করোনা থেকে বাঁচতে শুক্রবারের জুমার নামাজ বাসায় আদায়ের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাস সং'ক্র'মণের বি'রু'দ্ধে পূর্ব প্রস্তুতি হিসেবে তাজিকিস্তান সরকার তার নাগরিকদের মসজিদ এড়িয়ে বাসায় শুক্রবারের নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত মধ্য এশিয়ার এই দেশে করোনা সং'ক্র'মণের খবর পাওয়া যায় নি। 

ধর্ম বিষয়ক রাষ্ট্রীয় কমিটির এক মুখপাত্র ফেসবুকে লেখেন, মসজিদে হাজির হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষে'ধা'জ্ঞা দেয়া হয়নি। বেশ কিছু ইমাম এমন অ'নুরো'ধ করার পর বিষয়টি বিবে'চনা'ধীন আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, করোনা ভাই'রাস আ'ত'ঙ্কে পূর্ব স'ত'র্কতা হিসেবে আগামী রোববার থেকে ৪ সপ্তাহের জন্য সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার দিনের শেষে এ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  এতে বলা হয়েছে আগেভাগেই এবার বসন্তকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। তা শুরু হবে ৮ই মার্চ, রোববার থেকে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরা'পত্তা নি'শ্চি'ত করতে প্রতিরোধী ও পূর্ব স'ত'র্ক'তামুলক এই প'দক্ষে'প নেয়া হয়েছে। এর উদ্দেশ্য করোনা সং'ক্র'মণ হ্রা'স করা। এর ফলে স্কুল ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার থেকে চার সপ্তাহের জন্য ব'ন্ধ থাকবে। সারা দেশে সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে এই নি'র্দে'শ কার্যকর হবে।।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে