বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০৫:৫৬:১৮

যে আ'তঙ্কে এবারের হোলির উৎসবে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি

যে আ'তঙ্কে এবারের হোলির উৎসবে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাস আ'ত'ঙ্কে হোলির উৎসবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর ভারতের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনে অংশ নিচ্ছেন না তিনি। বুধবার এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, করোনার সং'ক্র'মণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ভিড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই এ বছর হোলি মিলন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এনডিটিভি জানিয়েছে, করোনা ভাই'রাসের সং'ক্র'মণ এড়াতে বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, সে পরামর্শ মেনেই মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। ইতিমধ্যে ভারতজুড়ে করোনা ভাই'রাসের আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়েছে। ভা'ইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে ২৮ দাঁড়িয়েছে। অথচ মঙ্গলবার নরেন্দ্র মোদি করোনা ভাই'রাস নিয়ে আ'ত'ঙ্কি'ত না হওয়ার কথা বলেছিলেন।

টুইটারে তিনি লিখেছিলেন, ''করোনা প্র'তিরো'ধের প্রস্তুতি নিয়ে পর্যালো'চনা করেছি। আ'ত'ঙ্কি'ত হওয়ার কোনও কারণ নেই। সবাই মিলে এক সঙ্গে কাজ করতে হবে। নিজেকে সুর'ক্ষিত রাখতে প্রয়োজনীয় সা'বধা'নতা অব'ল'ম্বন করুন।'' এর একদিন পর ভাই'রাস আ'ত'ঙ্কের কারণে নিজেই হোলির অনুষ্ঠান ব'র্জনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ার স'মালো'চনা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে