বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০৬:০৯:০৯

দিল্লিতে মুসলিম হ'ত্যায় ইরানের নি'ন্দাকে পাকিস্তানের সমর্থন

দিল্লিতে মুসলিম হ'ত্যায় ইরানের নি'ন্দাকে পাকিস্তানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে মুসলমানদের ওপর হিন্দুত্ববা'দীদের সহিং'সতা ও হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় ইরানের নি'ন্দাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। যদিও ভারত তা প্র'ত্যাখ্যা'ন করেছে। মুসলমানদের ওপর এই সংঘব'দ্ধ সহিং'সতাকে নির্বো'ধ হিং'স্রতা বলে আ'খ্যা'য়িত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

সব ভারতীয় নাগরিকের কল্যাণ ও আইনের শা'সন নি'শ্চি'ত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে এই পরি'স্থি'তির অ'বসা'ন ঘটাতে ভারত সরকারকে অনুরোধ জানান জারিফ। গত ২৩ ফেব্রুয়ারি দফায় দফায় সহিং'সতায় কয়েক ডজন লোক নি'হ'ত হয়েছেন। যাদের অধিকাংশই মুসলমান। 

এছাড়া মুসলমানদের সম্পদ, ঘরবাড়ি ও মসজিদে আ'গুন ধরিয়ে দিয়েছে হিন্দুত্ববা'দীরা। জারিফের এই বিবৃতিকে স্বাগত জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি এক টুইটবার্তায় বলেন, ভারতীয় মুসলমানদের ওপর আরএসএসের সহিং'সতা নিয়ে আমার ভাই জাভেদ জারিফের উ'দ্বে'গ এখানে পুরোপুরি শেয়ার করছি।

তিনি বলেন, ''ভারত এখন ব্যা'পক সাম্প্র'দা'য়িক সহিং'সতার মধ্যে রয়েছে। তারা বি'দ্বে'ষমূলক ও প'রিক'ল্পিতভাবে মুসলমানদের হ'ত্যা করছে, যা অমা'নবিক ও এ অঞ্চলের জন্য বি'প'জ্জ'নক।'' ভারত সরকারের নীরব সমর্থনে মুসলমানদের ওপর হিন্দু ক'ট্ট'রপ'ন্থীদের সহিং'সতার ঘটনার বি'রু'দ্ধে খুব কম দেশই কথা বলেছে। ইরানের আগে মুসলমান দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্ক এ নিয়ে কথা বলেছে। যদিও জারিফের টুইটে বি'র'ক্ত হয়েছে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে