বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০৬:২৯:২৪

তুরস্ক সীমান্তে গ্রিক বাহিনীর হা'মলা, এরদোয়ানের হুঁ'শিয়ারি

তুরস্ক সীমান্তে গ্রিক বাহিনীর হা'মলা, এরদোয়ানের হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে ঢোকার জন্য অপেক্ষারত জড়ো হওয়া শর'ণা'র্থীদের ল'ক্ষ্য করে গু'লি ছুঁড়েছে গ্রিক কর্তৃপক্ষ। বুধবার তুরস্ক ও গ্রিস সীমান্ত এলাকায় এ হা'মলার ঘটনা ঘটে। তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, গ্রিক বাহিনীর হা'মলার পর তুরস্ক ও গ্রিসের সীমান্ত ফ'টকের মধ্যে নিরা'পদ এলাকায় আহ'তরা হাসপাতালে ভর্তি হন।

ইউরোপের বি'রু'দ্ধে অভিযোগ, অনিয়মিত অভিবাসীদের সহায়তা করার প্রতি'শ্রুতি রাখতে তারা ব্য'র্থ হয়েছে। তুরস্ক তার নীতি থেকে সরে শরণা'র্থীদের ইউরোপে ঢোকার অনুমতি নিয়েছে। তুরস্কের সীমান্ত উ'ন্মু'ক্ত করে দেয়ার পর এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি শর'ণা'র্থী সীমান্ত অ'তিক্র'ম করে ইউরোপে ঢুকেছে। শরণা'র্থী সং'কট নিয়ে ২০১৫ সালের চু'ক্তির প্র'তিশ্রু'তি সয়ংসম্পূর্ণ না করার অ'ভিযো'গ তোলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বি'রু'দ্ধে।

অনিয়মিত ও আশ্রয় চাওয়া শর'ণা'র্থীদের সঙ্গে গ্রিসের প্র'তি'ক্রি'য়া অতি ক'ঠো'র বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, শরণার্থীদের ওপর হা'ম'লা, টিয়ার গ্যাস নি'ক্ষে'পসহ গ্রিক নিরা'পত্তা বাহিনীর হাতে অন্তত দুই শরণা'র্থী নিহ'ত হয়েছে। তুরস্কে ইতিমধ্যে ৩৭ লাখ সিরিয়ান শর'ণার্থী আশ্রয় দিয়েছে। বলা হচ্ছে এটিই বিশ্বে শরণার্থীদের আশ্রয় দেয়ার মতো ঐতিহাসিক ঘটনা।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান হুঁ'শিয়ারি দিয়েছেন যে শীঘ্রই লাখ লাখ শর'ণার্থী ইউরোপের দিকে যাত্রা শুরু করবে। অভিবাসী ও শর'ণার্থীরা যেন তুরস্ক হয়ে ইউরোপের দিকে যেতে না পারে সেজন্যে ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নের করা চুক্তি তুরস্ক আর বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছে। তারপরই তুর্কি প্রেসিডেন্ট এই হুঁ'শিয়া'রি দিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে