বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০৭:০৪:২৯

দিল্লি হিং'সা থেকে নজর ঘোরাতে করোনা গু'জব ছড়াচ্ছে মোদি সরকার : মমতা

দিল্লি হিং'সা থেকে নজর ঘোরাতে করোনা গু'জব ছড়াচ্ছে মোদি সরকার : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ পেরিয়ে ভারতেও থা'বা বসিয়েছে করোনা ভাই'রাস। এখনও পর্যন্ত মোট ২৮ জন আ'ক্রা'ন্তকে চি'হ্নি'ত করা গিয়েছে। এবার মারণ রোগেও লাগল রাজনীতির রং। দিল্লি হিং'সার দিক থেকে নজর ঘোরাতেই মোদি সরকার করোনা নিয়ে অযথা প্রচার শুরু করেছে বলেই বি'স্ফো'রক অ'ভিযো'গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী। 

বুধবার রাজ্যের বুনিয়াদপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেন তিনি। চীনে করোনা ম'হামা'রির আকার ধারণ করেছে। প্রা'ণহা'নির নিরিখে সার্সের চেয়েও ভ'য়াব'হ এই রোগ। চীনে অন্তত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাই'রাস। মার্কিন গোয়ে'ন্দা সংস্থাগুলি আগেই সন্দে'হ করেছিল চীনের পর ভারতেও থাবা বসাতে পারে করোনা। সেই আ'শ'ঙ্কাকে সত্যি করে ইতিমধ্যেই ভারতে ২৮ জনের শরীরে মিলেছে করোনা ভাই'রাস। 

ভারতের বিপুল জনসংখ্যা ও ঘনবসতির জেরে যেকোনও মুহূর্তে করোনা ভ'য়াব'হ আকার ধারণের আ'শ'ঙ্কাও এড়ানো যাচ্ছে না। এই পরি'স্থি'তিতে দেশজুড়ে আ'ত'ঙ্কের পা'রদ ক্র'ম'শই ঊ'র্ধ্ব'মুখী। বি'প'দ বুঝে ত'ড়িঘ'ড়ি জ'রু'রি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোজ নেন সামগ্রিক পরি'স্থিতির। টুইট করে তিনি সকলকে আশ্বস্ত করেন। গুজবের জে'রে যাতে দেশজুড়ে অকারণ বিভ্রা'ন্তি না ছড়িয়ে পড়ে, সেদিকে গোড়া থেকেই রাশ ধরেছে কেন্দ্রীয় সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে