বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ১২:২৯:৫৪

হ্যান্ডশেক নয়, নমস্কার দিয়ে অভিবাদন করুন: করোনা এড়াতে নেতানিয়াহু পরামর্শ

হ্যান্ডশেক নয়, নমস্কার দিয়ে অভিবাদন করুন: করোনা এড়াতে নেতানিয়াহু পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : চীন, জাপান, উত্তর কোরিয়াসহ পর করোনা ভাই'রাসে স'ন্ত্র'স্ত বিশ্ব। করোনা সং'ক্র'মণ এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন বিশ্ব নেতা। এবার স'ত'র্ক বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরামর্শ, অন্যের সাথে হাত না মিলিয়ে, করজোড়ে নমস্কার জানিয়ে অভিবাদন করুন।

মা'রা'ত্মক করোনা ভাই'রাসকে ছড়িয়ে দেওয়ার প্র'তিরো'ধের অন্যতম একটি ব্যবস্থা হিসাবে নেতানিয়াহু বুধবার তার দেশের নাগরিকদের একে অপরকে 'নমস্কার'- হাত না মিলিয়ে হাতজোড়ের মাধ্যমে অভিবাদন করার সাধারণ পদ্ধতিতে উত্সাহিত করেছেন। করোনা প্র'তিরো'ধের জ'রুরি মন্ত্রীসভা বৈঠক করে নেতানিয়াহু সরকার।

করোনা সং'ক্র'মণের প্র'তিরো'ধের জন্য পর্যালোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন যে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হবে, তবে ভারতের 'নমস্কার' মতো অন্যান্য ধরণের শুভেচ্ছা সম্বলিত হাত বদল করার মতো কিছু সহজ পদক্ষেপের সাহায্য নিতে পারে। সংবাদ সম্মেলনের মধ্য তিনি দেখান যে, ভারতীয়রা কীভাবে 'নমস্কার' করেন।

তিনি বলেন, "ইসরায়েলে এই রোগের বিস্তার কমিয়ে আনার জন্য আমাদের ক'ঠো'র প'দক্ষে'প নিতে হয়েছে, আমরা উড়ানের নীতি পরিবর্তন এবং উড়ান বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো পর্যন্ত ইসরায়েলে ১৫ জনের শরীরে করোনা ভাই'রাস পাওয়া গেছে। কাজগুলি অপ্রিয় হলেও আমরা তা করতে দ্বি'ধা করব না। আমি এটিকে ম'হামা'রী বলতে চাই না - তবে সেই জায়গা থেকে খুব বেশি দূরে নয়।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে