আন্তর্জাতিক ডেস্ক : চীন ছাড়িয়ে বিশ্বে হা'না দিয়েছে করোনা। নভেল করোনা ভাই'রাসের প্রা'দুর্ভা'বে ইতিমধ্যেই ইতালিতে প্রাণ হা'রিয়েছেন শতাধিক মানুষ। এহেন পরি'স্থি'তিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ডাকা ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, দিল্লিতে ক্রমশই বাড়ছে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা।
এই পরি'স্থি'তিতে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় ব'ন্ধ রাখার নি'র্দে'শ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, ''বাচ্চাদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রোধে একটি স'ত'র্ক'তামূলক ব্যবস্থা হিসাবে দিল্লি সরকার আপাতত সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে।''
করোনায় আক্রা'ন্ত কী-না, ঘরে বসেই কয়েক সেকেন্ডে পরীক্ষা করবেন যেভাবে
স'ন্ত্রা'সের থেকেও এ যেন আরও বড় ত্রা'স। এই মু'হু'র্তে যার আ'ত'ঙ্কে কাঁ'পছে গোটা বিশ্ব। কাঁ'পছে ভারতও। বুধবার ভারত দেখল একদিনে সর্বোচ্চ করোনার আ'ক্রা'ন্তের সংখ্যা। ১৫ জন ইতালীয় পর্যটকসহ মোট ২৩টি আ'ক্রা'ন্তের ঘটনা ঘটেছে ভারতে। সব মিলিয়ে ভারতে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা ৩০। তবে এই ভাই'রাস প্র'তিরো'ধ করতে এবার বিদেশি পর্যটকদের ক'ড়া ন'জ'রদা'রীতে রাখার নি'র্দে'শ দিয়েছে ভারত সরকার।