বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ০৬:২৫:৫৫

সাবধান! আপনার ফোনে করোনা ভাইরাস সক্রিয় থাকতে পারে চার দিন!

সাবধান! আপনার ফোনে করোনা ভাইরাস সক্রিয় থাকতে পারে চার দিন!

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বে থাবা বসিয়েছে মা'রণ ভাই'রাস করোনা। যার জে'রে দু'শ্চি'ন্তায় ঘুম উড়েছে চীন সহ বিশ্বের অন্তত ৬০টি দেশের। সম্প্রতি স্বাস্থ্য দফতর ও সংস্থা থেকে করোনা ভাই'রাস থেকে র'ক্ষা পাওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম একটি ভিডিও মারফত জানিয়েছে ফোনের স্ক্রিনে করোনা ভাই'রাস চার দিন পর্যন্ত স'ক্রি'য় থাকতে পারে। 

একই সঙ্গে প্রচার চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ও ইউনিসেফ। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) যে ভিডিও শেয়ার করেছে। তাতে প্রথমেই জানান হয়েছে, করোনা ভাই'রাসের সং'স্প'র্শে এলে আপনার ফোনে তা চার দিন পর্যন্ত থেকে যাবে। তাই মোবাইল ফোন ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। কারণ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম জানিয়েছে, প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনা ভাই'রাস বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে।

করোনা ছড়ানো রহস্যময় ধর্মীয় গোষ্ঠীর এই নারীকে নিয়ে তোলপাড়

সেই সঙ্গে আপনার হাত পরিস্কার করতেও ভুলবেন না যেন। আরেকটি ভিডিও তে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) জানিয়েছে, কাঁচে সার্স ভাই'রাস স'ক্রি'য় থাকতে পারে ৯৬ দিন। করোনা ভাই'রাস সার্সের মতই। এক সংবাদ সংস্থা এএফপি টুইট করে জানিয়েছে, কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনা ভাই'রাস ১ থেকে ৯ দিন স'ক্রি'য় থাকে। হাইড্রোজেন পার অক্সাইড, ইথানল ও সোডিয়াম হাইপোক্লোরাইটের সং'স্পর্শে এলে এক মিনিট পর্যন্ত এই ভাই'রাসের স'ক্রি'য়তা ন'ষ্ট থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে