বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ০৭:৫১:৫৪

চলতি মাসেই করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা শূন্যে নেমে আসতে পারে

চলতি মাসেই করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা শূন্যে নেমে আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শেষ দিকে করোনা ভাই'রাস বিস্তারের মূলকেন্দ্র উহানে আ'ক্রা'ন্তের সংখ্যা সম্ভবত শূন্যে নেমে আসবে। এই প্রা'দুর্ভা'বের বি'রু'দ্ধে ল'ড়া'ইয়ে চীনের শীর্ষ স্বাস্থ্য প্যানেলের এক বিশেষজ্ঞ বৃহস্পতিবার এমন আ'ভাস দিয়েছেন। যদিও শহরটিতে করোনা ভাই'রাস রো'গী বাড়তির দিকেই রয়েছে। 

বুধবারে চীনের মূল ভূখণ্ডে নতুন করে ‌১৩৯ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। এতে সর্বমোট আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে আশি হাজার ৪০৯ জনে। যদিও মঙ্গলবার ১১৯ ও তার আগেরদিন ১২৫ জন এই প্রা'ণঘা'তী ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। পরপর তিনদিন আ'ক্রা'ন্তের সংখ্যা কমার পরে আবার তা বাড়তে শুরু করেছে।

গত বছরের শেষ দিকে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকেই প্রথম এই ভাই'রাস ছড়িয়ে পড়েছে। জাং বলি নামের এই বিশেষজ্ঞ বলেন, গত মাসের শেষে হুবাই প্রদেশের বাইরের সব অঞ্চল এই ভাই'রাস রো'ধ করতে স'ক্ষ'ম হয়েছে। কাজেই এই প্রদেশের অন্যান্য শহরও চলতি মাসের শেষে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে।

কীভাবে কোভিড-১৯ ভাই'রাসের বিস্তার ঘটেছে, সেই উ'পা'ত্ত বিশ্লেষণ করে তিনি এমন দাবি করলেও বিস্তারিত কোনো তথ্য দেননি। উহানে একদিন আগে যেখানে ১১৪ জন আ'ক্রা'ন্ত হয়েছেন, পরদিন সেখানে তা নতুন করে ১৩১ জনে ছড়িয়েছে। স'মালো'চকরা বলছেন, ভাই'রাসটির প্র'তিরো'ধে প'দক্ষে'প নিতে প্রথমে দ্বি'ধাগ্র'স্ত থাকলেও পরে ক'ঠি'ন বি'ধিনি'ষেধ আ'রো'প করে চীন।

লোকজনের চলাচলে নিষে'ধা'জ্ঞা, বেশ কয়েকটি শহরে অচ'লাব'স্থা জা'রি করা ছাড়াও নতুন চান্দ্র বছরের ছুটি বাড়িয়ে দেয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, ভাই'রাসটির ম'হামা'রী চীন কীভাবে নিয়'ন্ত্রণ করেছে, অন্য দেশগুলো তা থেকে শিক্ষা নিতে পারে। উহান ছাড়া হুবেই প্রদেশের বাকি শহরগুলোতে ভাই'রাসটির সং'ক্র'মণ সংখ্যা এক অঙ্কেই সীমিত রয়েছে গত সাতদিন ধরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে