বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ০৯:৪৬:৩৩

কোনও দিকে তাকাবেন না, বিজেপিকে ধরে গরু পেটানোর মতো পেটান : অনুব্রত মন্ডল

কোনও দিকে তাকাবেন না, বিজেপিকে ধরে গরু পেটানোর মতো পেটান : অনুব্রত মন্ডল

আন্তর্জাতিক ডেস্ক : ভোট আসা মানেই তিনি আবিষ্কার করে ফেলেন নতুন নতুন দাওয়াই। কখনও পাচন, কখনও গুড়-বাতাসা, কখনও নকুলদানা কিংবা কখনও চড়াম-চড়াম। গত লোকসভা ভোটে তার মুখনিঃসৃত বাণী 'রাস্তায় দাঁড়িয়ে আছে' উন্নয়ন শুনে কলম ধরেছিলেন কবি শঙ্খ ঘোষও। কিন্তু তিনি যে দমে যাওয়ার লোক নন তা বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 

পশ্চিমবঙ্গের বর্ধমানের আউশগ্রামের সভা থেকে দলীয় কর্মীদের কেষ্ট মণ্ডলের নির্দেশ, 'বিজেপি কর্মীরা এলাকায় গোলমাল করলেই গরু পেটানোর মতো পেটান।' বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার দায়িত্বে অনুব্রত। এদিন মোরবাঁধ এলাকায় সিএএ ও এনআরসি বিরো'ধী সভায় যোগ দিয়েছিলেন অনুব্রত।

সেখানেই তিনি বলেন, 'বিজেপিকর্মীরা এলাকায় গোলমাল পাকালেই গরু পেটানোর মতো পেটান। কোনও দিকে তাকাবেন না।' গত রবিবার শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিন কলকাতার রাস্তায় বিজেপি কর্মীদের ''গো'লি মারো'' স্লো'গান দিতে শোনা গিয়েছিল। তা নিয়ে বি'ত'র্ক কম হয়নি। পুলিশি অ'ভিযা'নে চার বিজেপি কর্মীকে গ্রে'ফতারও করা হয়েছে। এদিন ''গো'লি মারো'' স্লো'গানের পা'ল্টা কী হবে তাও বলে দেন অনুব্রত। 

তার কথায়, ''বিজেপি বলছে গো'লি মা'রো। কান খুলে শুনে নিন। ওরা যদি গো'লি মা'রো বলে আপনারা ডাঙের বাড়ি মারুন।' ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও একুশের ভোটের জন্য দলীয় কর্মীদের আত্মবিশ্বাস তুঙ্গে তোলার কথা বলতে শুরু করেছেন। তারাই যে আবার নবান্নে যাচ্ছেন এ কথা জনসভাগুলিতে নিয়ম করে বলছেন তৃণমূলনেত্রী। পা'ল্টা বিজেপির নেতাদের অমিত শাহের টোটকা, 'বাংলায় বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেই।' 

এদিন অনুব্রত মণ্ডল আউশগ্রামের সভায় কত আসন তৃণমূল পাবে তারও ভবিষ্যদ্বাণী করে দেন। তাঁর দাবি, একুশে মমতা ২৩০-২৫০টি আসন পাবেন।' অনুব্রত মণ্ডলের এ হেন বক্তৃতার প্র'তি'ক্রি'য়ায় রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেন, 'অনুব্রতবাবু যা বলছেন সেগুলো করতে মাঠে-ময়দানে লোক লাগবে। লোকসভায় তৃণমূলের অর্ধেক সাফ হয়ে গেছে। পৌর নির্বাচনের পর বাকিটাও হয়ে যাবে। তখন ওই ডাঙ নিয়ে অনুব্রত মণ্ডলকেই বীরভূমের লোক দৌড় করাবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে