বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ১১:০২:০৩

স'হিং'সতায় দিল্লিতে ছাইয়ের মধ্যে লুকিয়ে মরদে'হ, দিল্লিতে মৃ'তের সংখ্যা বেড়ে ৫৩!

স'হিং'সতায় দিল্লিতে ছাইয়ের মধ্যে লুকিয়ে মরদে'হ, দিল্লিতে মৃ'তের সংখ্যা বেড়ে ৫৩!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্র'তিবা'দে চলমান স'হিং'সতায় দিল্লিতে মৃ'তের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। সহিং'সতা থামলেও এখনও বিভিন্ন জায়গা থেকে উ'দ্ধার হচ্ছে ম'রদে'হ। বৃহস্পতিবারও দিল্লি থেকে উদ্ধার হয়েছে অজ্ঞা'ত এক ম'রদে'হ। তদন্তকারীদের ধারণা, আরও বাড়তে পারে মৃ'তের সংখ্যা।

রবিবার দিল্লিতে সহিং'সতা'র ঘটনায় উ'দ্ধার হয়েছিল আরও তিনটি ম'রদে'হ। রবিবার গোকুলপুরীর নর্দমা থেকে একটি ও ভাগীরথী খাল থেকে উ'দ্ধার হয়েছে দুটি দে'হ। এরপর আবার বৃহস্পতিবার। ফলে দিল্লির সহিং'সতায় মৃ'ত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। আহ'ত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ।

বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে দিল্লিতে আইবি অফিসার হত্যায় অভিযুক্ত বহিষ্কৃত আপ নেতা তাহির হোসেনকে। দিল্লির আদালতে বৃহস্পতিবার তিনি আত্মস'মর্প'ণ করার জন্য আবেদন করেন। তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের আদালত।

আত্মসমর্পণ করার জন্য দিল্লির আদালতে তাহির হোসেন বৃহস্পতিবার উপস্থিত হলেও তার সেই আবেদন খারিজ হয়ে যায়। তার পরই দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। দিল্লিতে আইবি অফিসার হ'ত্যায় অভিযুক্ত বহিষ্কৃ'ত আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে সংঘ'র্ষ ও ভা'ঙচুরের অ'ভিযোগ রয়েছে। যদিও আইবি অফিসার হ'ত্যায় নিজেকে নি'রপরা'ধ বলে দাবি করেছেন তিনি।

উত্তর-পূর্ব দিল্লিতে ছ'ড়িয়ে পড়া সহিং'স'তায় মৃ'ত্যু হয় ইনটেলিজেন্স ব্যুরোর অফিসার ২৬ বছরের অংকি'ত শর্মার। চাঁদবাগের একটি ড্রেন থেকে উ'দ্ধার হয় তার মৃ'তদে'হ। ব'হিষ্কৃ'ত আপ কাউন্সিলর তাহির হোসেন জনতাকে তুলে ওই গোয়েন্দা অফিসারকে হ'ত্যা করতে প্ররোচনা দেন বলে তার বাড়ির লোকের অ'ভিযো'গ। এই অ'ভিযো'গ সামনে আসার পরই দল থেকে বরখাস্ত করা হয় তাহির হোসেনকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে